আমাদের কথা খুঁজে নিন

   

নৌ-পরিবহন মন্ত্রীকে বলছি

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! হাওড়-বাওড় বিল অধ্যুষিত আমাদের এই বাংলাদেশ। দেশের উত্তর পূর্বাঞ্চল তথা সিলেট সহ পার্শ্ববর্তী জেলার ২৫ ভাগ এলাকা জুড়ে রয়েছে হাওড়। এই এলাকায় বসবাস প্রায় ২ কোটি মানুষের। এই অঞ্চলের হাওড়ের সংখ্যা ৪২৩ টি। এর মধ্যে সুনামগঞ্জেই রয়েছে ১৩৩ টি, সিলেটে ৪৩ টি, হবিগঞ্জে ৩৮ টি, মৌলভীবাজারে ৪ টি, কিশোরগঞ্জে ১২২ টি, নেত্রকোনায় ৮০ টি এবং ব্রাহ্মনবাড়িয়ার জেলায় ৭ টি।

এছাড়া উত্তর পূর্বাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে রয়েছে ছোটবড় ৩৫০ টি হাওড়। এর বাহিরে দেশের সর্বত্র রয়েছে নানা আয়তনের কয়েক লাখ বিল-ডোবা। দেশব্যাপী এই হাওড় বাওড় বিলের আয়তন কমপক্ষে ৫ হাজার বর্গমাইল। এই বিশাল এলাকার জনপদে লোকজন বর্ষায় নাও আর হেমন্তে পাও ছাড়া উপায় নেই । অতি স¤প্রতি সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওড়ে নৌকাডুবিতে ৫ জনের সলিল সমাধি হয়েছে।

তারও আগে অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নৌকাডুবিতে ৮/১০ জন মারা গেল খোদ মাননীয় স্পীকারের এলাকায়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব হল- দেশের নৌ পথে জনগণ যাতে নির্বিঘ্নে মালামাল ও যাত্রী চলাচল করতে পারে তার নজরদারী করা, নৌ যানগুলোর সুষ্ঠ তদারকি, নৌ যানের ফিটনেস, জীবন রক্ষাকারী সামগ্রী জলযানে নিশ্চিত করা এবং নদীর নাব্যতার জন্য ড্রেজিং সহ নানাবিধ কাজ। নৌ -পরিবহন মন্ত্রণালয়ের আর একটি কাজ হল হাওড়- বাওড়, বিল অধ্যুষিত আমাদের দেশের ৫ হাজার বর্গমাইলের উপর দিয়ে দেশী ইঞ্জিন চালিত কার্গো ও ট্রলারগুলো মালামাল-যাত্রী আনা নেওয়া করে তার তদারকি করা। শুনলে অবাক লাগে সুনামগঞ্জ হতে সাচনা বাজার হয়ে ধর্মপাশা-মোহনগঞ্জ, সুনামগঞ্জ হতে বিশ্বাম্ভ^রপুর হয়ে তাহিরপুর, বংশীকুন্ডা, তাহিরপুর হতে মোহনগঞ্জ, ধর্মপাশা, ভৈরব এবং কলমাকান্দা প্রভৃতি দেশী ইঞ্জিন চালিত নৌযানগুলো দীর্ঘপথ পাড়ি দেয়। যাত্রীদের জীবনের ঝুঁকি রক্ষায় ন্যুনতম কোন ব্যবস্থা নেই শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা করা ছাড়া।

এসব দেশীয় ইঞ্জিন চালিত কার্গো বা ট্রলার বা টেম্পোর নৌ-মন্ত্রনালয়ের কোন তদারকী নেই । একটি নীতিমালার মধ্যে এনে স্থানীয় প্রশাসনের সহায়তায় ন্যুনতম ১০ টি বয়া, লাইফ জ্যাকেট, ড্রাইভার ও সহকারীদের প্রশিক্ষণ, জলযানের রেজিষ্ট্রেশন, টাইম সিডিউল ও ভাড়া প্রভৃতি কাজগুলো ত্বরান্বিত করা। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মহোদয়ের নিকট সবিনয়ে আবেদন আপনার দলের স্বল্প সময়ের মধ্যে এ কাজটি শুরু করে যান। সম্পূর্ণ অরক্ষিত ও অনিরাপদ অসহায় ২ কোটি লোক দেশী জলযানের উপর নির্ভরশীল। তাদেরকে বাঁচান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।