আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তা চুক্তি নিয়ে মমতার হেঁয়ালি

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আবার আলোচনা করতে প্রস্তুত বাংলাদেশ। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে তিস্তা চুক্তি কার্যকর করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার এখন যথেষ্ট উদ্যোগী। কিন্তু এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরব অবস্থান পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে।

আওয়ামী লীগ সরকার তিস্তা চুক্তি কার্যকর করতে যেখানে উত্সাহী, সেখানে মমতার অবস্থান হেঁয়ালিজনক। মমতা তিস্তার পানি বণ্টন চুক্তি একেবারে প্রত্যাখ্যান করেননি। আবার এই চুক্তি কার্যকর করার জন্য নতুন কোনো শর্তও দেননি। এদিকে তিস্তা চুক্তি নিয়ে এই অচলাবস্থায় দেশের রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ঢাকা তিস্তা চুক্তি স্বাক্ষর করতে চায়।

কিন্তু তিস্তার পানির সমবণ্টন নিয়ে আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের। সমবণ্টন হলে ভারতের অংশে তিস্তার পানির প্রবাহ কমে যাবে। এতে করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের শুষ্ক মৌসুমে সংকটে পড়তে পারে ভারত। তিস্তার পানি বণ্টন নিয়ে মমতার আপত্তির আরও একটি বড় কারণ হলো ভারতের নর্থ বেঙ্গল এলাকা। নর্থ বেঙ্গলে মমতার জনপ্রিয়তা অনেক বেশি।

এটি তাঁর উল্লেখযোগ্য ভোটকেন্দ্রগুলোর একটি। যদি তিস্তার পানিপ্রবাহ থেকে নর্থ বেঙ্গল বঞ্চিত হয়, তাহলে আগামী নির্বাচনে ওই অঞ্চলে মমতার ভোটের ওপরে এর একটা প্রভাব পড়বে। এই আশঙ্কা রয়েছে তাঁর। তাই এ চুক্তি নিয়ে তিনি কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছেন না।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।