আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে যান ‘মিউজিয়াম অব রাজাস’

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! বাংলা গানের ভান্ডারের এক অমূল্য রতন হিসেবে বহুকাল ধরেই এতদাঞ্চলের মানুষের কাছে সমাদৃত হয়ে আসছে হাছন রাজার গান । তার রচিত মরমী গান ও গানের বাণী যেমন একটা বড় সময় ধরে মোহিত করেছে শ্রোতাদের তেমনি এ অঞ্চলে মানুষের কাছেও হাছন রাজার ছিলেন সমাদৃত এক ব্যক্তি । আর মরমী এই কবি ও তার পরিবারের অন্য সদস্যদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্য থেকেই সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে গড়ে তোলা হয়েছে ‘মিউজিয়াম অব রাজাস’ নামের একটি আকর্ষণীয় যাদুঘর । ইতিহাসের গৌরবময় একটি অধ্যায় সম্পর্কে জানতে দেশ-বিদেশের অনেক দর্শনার্থীই প্রতিনিয়ত ভীড় জমান এই যাদুঘরটিতে । বর্তমানে এই যাদুঘরটিতে রয়েছে দেওয়ান হাজন রাজা ও দেওয়ান একলিমুর রাজা চৌধুরীর মূল্যবান ব্যবহার্য জিনিসপত্র ও গানের পান্ডুলিপি ।

প্রবেশদ্বারে রয়েছে রাজার বাড়ির ধ্বংসাবশেষের একটি পিলার । মিউজিয়ামটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে-পবিত্র কোরআন শরীফের ছোট আকারের একটি কপি । কোরআন শরীফটির সাইজ হচ্ছে-পৌণে এক ইঞ্চি বাই এক ইঞ্চি। এছাড়া এখানে শোভা পাচ্ছে, হাছন রাজার ঘোড়ার বেল্ট, তার জন্মস্থান ও জমিদারী এলাকা থেকে সংগৃহীত ইট, রাজার পোষা কুড়া পাখি ও হাতির নামের তালিকা, তার ব্যবহৃত শ্বেত পাথর ও রূপার তৈরী তৈজসপত্র, হাছন রাজার নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিতে ব্যবহৃত পোশাক ও ছবির সিডি, তার স্ত্রীর ব্যবহার্য জিনিসপত্র, দেওয়ান এমলিমুর রাজার ব্যবহৃত চেয়ার, তার স্ত্রীর ব্যবহার্য সোনার তারের ও রূপার তারের তৈরী পোশাক, তার ব্যবহৃত হিসাবের খাতা, বৃটিশ সরকার প্রদত্ত খান বাহাদুর উপাধির মেডেল ও হাছন রাজার গানের পান্ডুলিপি । হাছন রাজার বংশধরদের বিভিন্ন নিদর্শনের মধ্যে রয়েছে আলীগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে মন্ত্রীদের কাছে দেওয়ান তালেবুর রাজার লেখা চিঠি, তার ব্যবহৃত ঘড়ি, কলম, আংটি, লাইসেন্স, দেওয়ান তওয়াবুর রাজা চৌধুরীর ব্যবহৃত ছুরি, দেওয়ান ছয়ফুর রাজা চৌধুরীর সংগৃহীত হাঙ্গরের দাঁত প্রভৃতি ।

এছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে এই যাদুঘরে হাছন রাজার বংশধরদের একটি তালিকা রয়েছে । যা ‘মিউজিয়াম অব রাজাস’ কে পূর্ণতা দান করেছে । সূত্র : সংগৃহীত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।