আমাদের কথা খুঁজে নিন

   

হে আল্লাহ !! এপল, সামসাং, গুগল, মাইক্রসফ্ট, ওরাকল এর মতো কোম্পানিতে বাংলাদেশী কোনো মালিক থাকলে , বাংলাদেশের প্রতি তার দায়ীত্ব বোধটা বাড়াইয়ে দাও।

সাহারা গ্রুপ এর মালিক বা ওনার পুর্ব পুরুষদের মধ্যে কেউ নাকি বাংগালী ছিলেন। তাই দেশপ্রমএর কাছে পরাজিত হয়ে উনি শুধুমাত্র বাংলাদেশের গরিব ও মধ্যবিত্তদের জন্যে কিছু করার জন্যে পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেয়া উচিত, এই ধরনের একটা পদক্ষেপ নেয়ার জন্যে। কারন, ১. বাংলাদেশের সফ্টওয়ার ডেবেলপার এবং গার্মেন্টস সেক্টর দ্বারা যে পরিমান বৈদেশীক মদ্রা বাংলাদেশে আসে, সেটার ভারসাম্য রক্ষার জন্যেই বাংলাদেশের মুদ্রা বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ২. বাংলাদেশের ল্যান্ড ডেবেলপাররা এত্ত বেশি পরিমান ব্যর্থ , যে বিদেশ থেকে কোম্পানী আমদানী করা লাগতেছে।

৩. আমাদের দেশের রাজনিতি জিবীদের জন্যে এটা অনেক ভালো একটা পদক্ষেপ, কারন এর দ্বারা কিছু বৈদেশিক মুদ্রা দেশে থেকে যাবে। ৪. দেশি ডেবেলপাররা অনেক পয়সা বানিয়ে ফেলেছে, সুতরাং বিদেশী ডেবেলপার দেরকেও সুযোগ দেয়া উচিত। ৫. দেশপ্রেমকে আমাদের সবারই গুরুত্ত দেয়া উচিত। সুতরাং কোনো এক সময় যেহেতু আমরা সবাই পাকিস্তানের বাসিন্দা ছিলাম, সেহেতু সুধুমাত্র আদি দেশ প্রেমএর দোহাই দিয়া হইলেও পাকিস্তানের জন্যে আমাদের কিছু করা উচিত। বড় বড় গ্রুপ, বড় বড় প্লান।

হে আল্লাহ, এপল, সামসাং, গুগল, মাইক্রসফ্ট , ওরাকল এর মতো কোম্পানিতে বাংলাদেশী কোনো মালিক থাকলে , বাংলাদেশের প্রতি তার দায়ীত্ব বোধটা বাড়াইয়ে দাও। আমিন.... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।