আমাদের কথা খুঁজে নিন

   

বৌ রাগ করছে?? বৌরে নিয়া খানাপিনা করে আসেন গাছের মগডাল রেস্টুরেন্টে!!

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে বিশ্বের নানা দেশে "ট্রি-হাউজ" নামে বাচ্চাদের খেলার জায়গার ব্যাপার আছে। গাছের ডালে বাড়ীর মত বানিয়ে এই হাউজ তৈরি হয়। জনপ্রিয় টিভি/মুভি চরিত্র টারজানে এই রকমের ট্রি হাউজ দেখা যায়। কিন্তু সম্প্রতি দেশে দেশে এই ট্রি হাউজের আদলে গাছের মগডালে রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়তা পেয়েছে। থাইল্যান্ড, নিউজিল্যান্ড এবং আমেরিকাতে বেশ কিছু ট্যুরিস্ট সাইট/রিসোর্ট আছে যেখানে এই জিনিষ পাওয়া যায়।

নীচের ছবি গুলো Soneva Kiri resort এর। মাটি থেকে ১৬ ফিট উপরে এই রেস্টুরেন্ট। খানা-পিনা অর্ডার দেবার পর ওয়েটার নিয়ে আসছে দড়ির পথের উপর দিয়ে! নীচের ছবিগুলো নিউজিল্যান্ডের একই ধরণের আর একটি রেস্টুরেন্টের ছবি। তাই বৌয়ের রাগ ভাঙ্গানোর জন্য এই খানা পিনার জায়গা হতে পারে একটি মোক্ষম জায়গা। আর খানা পিনা শেষেও যদি বৌ রাইগা থাকে তাহলে জানেন নিশ্চয়ই দুর্ঘটনার কোন মা-বাপ নাই।

গাছের মগডাল থেকে যে কেউ পড়ে যেতেই পারে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।