আমাদের কথা খুঁজে নিন

   

পারিবারিকভাবে বিয়ের সময় ছেলে বা মেয়ের কি কি দেখা উচিত?

ব্লগে অনেকেই পারিবারিকভাবে বিয়ে শাদী করেছেন, হয়ত বিয়ের আগে বর-কনে একে অপরের পরিচিতও ছিলেন না। আপনারা যখন বিয়েতে রাজী হলেন, তখন অপর দিকের কোন দিক গুলো সবার আগে নজরে নিয়েছেন? আমাদের সামাজিক ব্যবস্হায় সাধারণভাবে যা দেখা হয়, তার কিছুটা নিম্নরূপ ছেলেদের যা দেখা হয়: ১। বয়স ২। পড়ালেখা ৩। চাকুরী/ব্যবসা/ইনকাম (উপরি ইনকাম আছে কিনা?) ৪।

সামাজিক অবস্হান (বাড়ীগাড়ী আছে কিনা?) ৫। পরিবারের কত নাম্বার সন্তান ৬। ফ্যামেলী বার্ডেন কতটুকু? ৭। অনেকে আবার আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজখবর নেয়, ছেলের কোনো বদ অভ্যাস আছে কিনা? (নাইট ক্লাব, বোতল প্রীতি) মেয়েদের যা দেখা হয়: ১। মেয়ে সুন্দরী এবং লম্বা কিনা? ২।

মেয়ের বয়স কত? ৩। মেয়ের পরিবার কতটুকু অবস্হাসম্পন্ন? ৪। মেয়ের পড়ালেখা (অনেক সময় এটা গৌণ হয়ে যায়) ৫। মেয়ের বাবা আছে কিনা? ( মেয়ের বাবা না থাকলে অনেকেই আত্মীয়তা করতে চায় না) ৬। বিয়েতে মেয়ে পক্ষ খরচ করতে পারবে কিনা? ৭।

অনেকে কিন্তু শালী আছে কিনা, সেটাও দেখে। ৮। মেয়ের আগের কোনো এফেয়ার আছে কিনা? ৯। মেয়ে চাকুরী করে কিনা? (এইযুগে অনেকে কিন্তু চাকুরীজীবি মেয়ে পছন্দ করেন। ) ১০।

গৃহকর্মে সুনিপন কিনা? ১১। ধার্মিক কিনা? (ছেলে ধার্মিক না হলেও ছেলের মা-বাবা ধার্মিক মেয়েই বেশি খুজে। ) পোস্টখানা আপডেট হবে আপনাদের মতামতের ভিত্তিতে। আলোচনা কাম্য।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।