আমাদের কথা খুঁজে নিন

   

"আমার এই লিখা ভালো লাগলে ধুমাইয়া, চুমাইয়া, কুপাইয়া ,ধাপাইয়া লাইক দেন "

অবিনশ্বর প্রেমের জন্য প্রার্থনা বিভিন্ন পেজের ছবি কিংবা পোস্ট ভালো লাগলে এমনিতেই লাইক দেই । কিন্তু ইদানীং পেজে লিখা থাকে "ধুমাইয়া লাইক দেন", "কুপাইয়া শেয়ার হবে মাম্মা"। আবার কয়েকটা পেজে দেখলাম কিউট পিচ্চির ছবি দিয়া কয় "লাইক মানে ১০ চুম্মা। কমেন্ট মানে ২০ চুম্মা!!" চুম্মা যদি এম্নে দেওয়া যাইত তবে সবচেয়ে ভয়াবহ হল যখন লিখা থাকে "আল্লাহকে ভালবেসে থাকলে লাইক দিন", "মুসলমান হয়ে থাকলে শেয়ার দিন" !!!!!! মানে হল আমি আল্লাহকে ভালবাসলে ওদের পোস্টে লাইক দিতেই হবে ?????? মানসিকভাবে দুর্বল করে লাইক আদায়ের চেষ্টা !!! আমি জীবনেও দেই না। তয় ভালো পোস্ট হলে এমনিতেই দেই। কিছুদিন পর থেকে হয়তো পেজগুলাতে দেখা যাবে "আপনি আপনার বাপের বৈধ সন্তান হলে লাইক দিন"। কিংবা "সতী মায়ের সন্তান হলে কমেন্ট দিন" অথবা "আপনি লুচ্চা , বদমাইশ, দুশ্চরিত্র/ দুশ্চরিত্রা না হলে শেয়ার দিন" !!!!! হায়রে ফেসবুকের পেজ আর তাদের এডমিন - - - - - - - ইয়ে মানে, "আমার এই লিখা ভালো লাগলে ধুমাইয়া, চুমাইয়া, কুপাইয়া ,ধাপাইয়া লাইক দেন "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।