আমাদের কথা খুঁজে নিন

   

১০ হাজার গাছ কেটেছে ১৮-দলীয় জোট: পরিবেশমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ১৮-দলীয় জোটের কর্মীরা সহিংস তাণ্ডব চালিয়ে রাস্তার ধারের ১০ হাজার ৪২টি গাছ কেটেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের রায় প্রকাশিত হওয়ার পর সারা দেশে এই তাণ্ডব চালানো হয়। খবর বাসসের।
মন্ত্রী বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, যশোর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, পাবনা ও ঝিনাইদহ জেলার মোট ৪১টি উপজেলায় বিএনপি-জামায়াত এ তাণ্ডব চালায়।
সরকারি দলের সাংসদ মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ আজ সংসদে এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, হরতালের সময় অবৈধভাবে গাছ কাটার অভিযোগে বন অধিদপ্তরের পক্ষ থেকে শতাধিক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। সারা দেশে এ ঘটনায় এ পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে ৮৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকাল ১০টা ২৮ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম জাতীয় সংসদের ১৮তম (বাজেট) মুলতবি অধিবেশন শুরু হয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।