আমাদের কথা খুঁজে নিন

   

মাঝ রাতে এক দিন

মাঝরাতে আজ একা জাগছিনা , আমার সাথে আজ জাগছে সপ্তমীর জোছনা ঝলমলানো চাঁদ- আর তাকে প্রহরারত সেই ধ্রুব তারাটি । আজ মাঝরাত অবদি আমি একা জাগছি না; মানুষগুলো রাতের গহবরে সঁপে দিয়েছে তার শ্রান্ত দেহখানী, কোন কোলাহল নেই, নিস্তব্ধ চারদিক; এই শান্ত স্তব্ধতার মহাসাগরে কেবলই তিনটি প্রাণ জেগে আছি আজ । মাঝে মাঝে ভেসে আসে শেয়ালের হাঁক, কোথাওবা অশান্ত পাখি এক ডানা ঝাপটায় মুহুর্তের জন্য নিঃসঙ্গ রাতের সঙ্গি হয়! তখন মনে হয়, আরও একটি সঙ্গী জেগে আছে আমাদের । আজ ফাল্গুনের রাতে জেগে আছি আমরা ক'জন । দূরে কর্ণফুলীর ওপারে সদ্য জোয়ার নেমে গেছে , চাঁদের অলংকার সেই কাঁদাকে করেছে আরও সুন্দরী ! প্রকৃতির এসব রূপ অবলকনে- আমি একাই একটি মানুষ, একটি ক্লান্ত-পরিশ্রান্ত মানুষ; যার সঙ্গী চাঁদ, তারা আর বনের অচিন পাখি -উপভোগের নেশায় বুদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।