আমাদের কথা খুঁজে নিন

   

।। এক স্বপ্নের কথা / এডগার অ্যালান পো।।

বাঙলা কবিতা ।। এক স্বপ্নের কথা / এডগার অ্যালান পো।। __ বাঙলায়ন : রহমান হেনরী___ _________________ তিমির-ঘন রাত্রির পথে পথে হারানো সুখের স্বপ্ন দুলেছে চোখে কিন্তু জাগর জীবনের দিবালোকে বিক্ষত মন, সৃয়মানতার রথে। আহ! দিবারশ্মি স্বপ্ন মানেনি ও-কে, যে-সব বাসনা অমল আলোক জ্বেলে দেখেছে সকল বস্তু আপন চোখে হারানো দিনের সিন্দুক খুলে-মেলে। তিরস্কারের বৃষ্টিঝরা বিরূপ জগদ্বনে পুত সে স্বপ্ন__ সেই শুভ্র পূণ্যস্বপ্ন যতো, মনোরম আর মাস্তুলসম শক্ত খুঁটির মতো আনন্দ আর অভয় দিয়েছে নৈঃসঙ্গ্যের মনে। কী এসে যায়, বহুদূর থেকে কম্পিত সেই আলো এসেছিলো ঝড়-রাত্রির পথ বেয়ে__ এতো খাঁটি রূপ, সত্যের মতো উজ্জ্বলতর, ভালো, ভোরের তারা কি হতে পারে এর চেয়ে? _____________ A Dream //Edgar Allan Poe -------------------------------- In visions of the dark night I have dreamed of joy departed- But a waking dream of life and light Hath left me broken-hearted. Ah! what is not a dream by day To him whose eyes are cast On things around him with a ray Turned back upon the past? That holy dream- that holy dream, While all the world were chiding, Hath cheered me as a lovely beam A lonely spirit guiding. What though that light, thro' storm and night, So trembled from afar- What could there be more purely bright In Truth's day-star? ----------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।