আমাদের কথা খুঁজে নিন

   

মুই যাইম হাটোত মুই ক্যা গাছোত

আমি নতুন কিছু পড়তে ভালবাসি রংপুর অঞ্চলে একটা কৌতুক প্রচলিত আছে। এম ইলিয়াস আলীর বাড়ির ঘটনায় সেই কৌতুকটা মনে পড়ে গেল। দাদার একটা নারকেল বাগান ছিল। একদিন নাতী চুপিসারে সেই নারকেল বাগানে ঢুকে গাছে উঠে নারকেল পারছিল। সেই বাগানের রাস্তা দিয়ে দাদা বাজারে যাচ্ছিলেন।

ঘটনাচক্রে দাদা নাতীকে নারকেল গাছের মাথায় দেখতে পায়। দাদা তখন চিৎকার করে বলছিলেন- দাদাঃ গাছোত কায়রে? (গাছে কে রে) নাতীঃ নোয়ায় দাদা মুই। (না দাদা কেউ নয় আমি) দাদাঃ তুই গাছোত ক্যানে? (তুমি গাছে কেন) নাতীঃ হয়তো, মুই যাইম হাটোত মুই ক্যা গাছোত! (তাইতো, আমি যাব হাটে কিন্তু গাছে কেন!) তার মানে নাতী বাজারে যেতে রাস্তা ভুল করে নারকেল গাছে উঠে পড়েছে! যখন শুনলাম এম ইলিয়াস আলীর বাসায় পুলিশ গেছেন কিন্তু সাংবাদিকদের আচমকা উপস্থিতিতে তারা বলে বেড়াচ্ছেন যে ভুল করে সেখানে গিয়েছেন তখনই আমার এই কৌতুকটি মনে পড়ে যায়, কোন অবস্থাতেই আর না হেসে থাকতে পারলাম না। সাথে সাথে উপস্থিত একজনকে এটা শোনাতেই তিনি হাসতে হাসতে শেষ। যদি কারো চরিত্র থাকে তাহলে একজন ব্যক্তির বাড়িতে গিয়ে এমন আচরণ কেউ করতে পারে না।

যেখানে ইলিয়াস আলীর পরিবার আজকে শোকে মুহ্যমান সেখানে তাদেরকে নিয়ে কি অভিনয়টাই না চলছে! শুনলাম তার বাসার সামনে নাকি সিসি ক্যামেরাও বসিয়েছে এই সরকার! জানি না এই সরকারের কাছে আমরা আরও কত রঙ্গ দেখবো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।