আমাদের কথা খুঁজে নিন

   

আজ পবিত্র লাইলাতুল বরাত / এবাদতে মুক্তি মিলে নুর নবীজীর শাফায়াত ।

লাইলাতুল বরাতের রাতে আমাদের করনীয় ********************** * উত্তম ভাবে স্নান করা , নবী পাক সা বলেন ঐ রহমতের রাত্রিতে যারা পবিত্রতা অর্জনের জন্য শরীর কে উত্তম ভাবে ধৌত করবে , তার শরীর থেকে যত ফুটা পানি ঝরবে ততটুকু রহমত বান্ধার আমলনামায় যোগ করে দেওয়া হবে । হাদিস সংকলন থেকে । * ঐ রজনিতে আল্লাহ পাক বান্ধার সারা বছরের ভাল মন্দ , আগামি দিন যেমন কাটবে সেই সব দিনের জন্য বান্ধার ঘটমান জীবনী নির্ভুল ভাবে আল্লাহ পাক তা প্রত্যক টা মানুষের জীবন বিধানে তা লিপিবন্ধ করে রাখবেন এবং বান্ধার খেয়াল খুশি অনুসারে পবিত্র মনে এবাদতের মাধ্যমে তার নিকট যা চাইবে আল্লাহ তাই কবুল করবে । * আল্লাহ পাক সপ্ত আকাশের উদ্ধ হইতে নিম্ন আকাশে অবস্থান করবেন এবং বান্ধার রহমতি আর্জি শুনবেন । আল্লাহ পাক ঐ রজনিতে ফেরেস্তাদের ছুটি দিয়ে দেবেন এবং মুমিন বান্ধাদের প্রতি অজশ্র নেয়ামত ও রহমত বিলায়ে দেবেন ।

* ঐ রাত্রিতে ফরজ নামাজের সাথে সাথে নুর নবিজির উপর বেশি বেশি দরুদ , ছালাম জ্ঞাপন করা উত্তম এবাদতে গন্য । নবী পাক সাল্লাল্লাহু আলায়হেওয়াছাল্লাম বলেন যারা আমার সাথে বেহেস্তে যাওয়ার আশা রাখে তারা যেন আমার প্রতি বেশি বেশি দরুদ ও ছালাম জ্ঞাপন করে । * নফল এবাদত যত ইচ্ছা খুশি পড়া যায় ততই ছওয়াব । জিকির করা আরও উত্তম কাজ আল্লাহ বলেন বান্ধা যখন আমাকে প্রান ভরে স্মরণ করে আমি তার তত নিকটে থেকে তার প্রতি রহমত বর্ষণ করে থাকি । * কোরআন তেলাওয়াত করা আরও উত্তম ।

প্রতি অক্ষরে ১০ নেকি মিল্বে এবং হাসরের মাটে এই কোরআনের অক্ষর বান্ধার জন্য রহমতের ছাতা হবে । এবং নবী পাক সাল্লাল্লাহু আলায়হেওয়াচ্ছাল্লামের জীবনাদর্শ আলোচনা করা আরও উত্তম । আল্লাহ আমাদের সবার জন্য লাইলাতুল বরাত কে এবাদত যোগ্য করে , আমাদের কুলুসিত অন্তর থেকে পাপ তাপ মাফ হওয়ার রহমত ও মুক্তি দিন , আমিন । আরও কয়েকটি রাত আমাদের জন্য হাজার মাস এবাদত করার চাইতেও উত্তম । যেমন , শবে মেরাজ , শবে বরাত , শবে কদর , ঈদুল আযহা , ইদুল ফেতর ও ঈদে মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলায়হেওয়াচ্ছাল্লাম ।

এস মুমিন লুটায়ে পড়ি ক্ষুদার ক্ষুত্রতি পায় ঐ রহমত লাভ করিগে যার মাঝে শান্তি রয় নুর নবীজীর দিক নির্দেশ যারা করে পালন দুনিয়া আখেরাত তাদের জান্নাত হবে মুক্তিপন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।