আমাদের কথা খুঁজে নিন

   

দু'তরুনীর চুম্বন ও শিশুর প্রতিবাদ

নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস থেকে ট্রেনে করে বাসায় যাচ্ছিলাম। রাত ১১ টার দিকে ট্রেনে অনেক ভীড়। এরই মাঝে ট্রেনের দরজায় দাড়িয়ে দু'তরুনী। দুজনের বয়স প্রায় ২৫ বছর। তাদের সঙ্গে বেবি স্ট্রলারে ২ বছরের এক শিশু।

হয়তো তাদের কোন একজনের সন্তান হবে। দু'তরুনী পরস্পরকে জড়িয়ে চুম্বন করছে। এটা আমেরিকার কালচারে স্বাভাবিক। এধরণে ঘটনা কেউ দেখারও চেষ্টা করেনা। তবে ১৮ মে ঘটনা ছিল একটু ভিন্ন।

এ দু'তরুনীর সঙ্গে থাকা শিশুটি তাদের চুম্বন দৃশ্যটি অনেকক্ষণ দেখলো, তারপর হঠাৎ কান্না। শিশুটির কান্নায় তারা দু'জন কিছুটা থামলেন। তারপর শিশুটিকে জুস খাওয়ানো হলো। এবার শিশু চুপ। আবার তারা পূর্বের মত একে অন্যকে জড়িয়ে চুম্বন দিতে লাগলো।

শিশুটি এবার না কেঁধে যেন প্রতিবাদ করলো। সে তার মাকে জড়িয়ে ধরা মেয়েটি তার শক্তি দিয়ে সরানো চেষ্টা করছে। কিন্তু লাভ কি? তাদের কাজ তারাই করছে। এ দৃশ্য দেখে মনে হলো- এ বিচিত্র জৈবিক চাহিদার কাছে অবুঝটির কোন মূল্যই নেই। জানিনা, পৃথিবীর মানুষরা কবে সভ্য হয়ে উঠবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।