আমাদের কথা খুঁজে নিন

   

বিয়া সংক্রান্ত জটিলতা-আপনেগো মন্তব্য জরুরী

বলি বলি করে মোর, বলা হোল না...হৃদয়ের দরজাটা খোলা হলনা কিছুদিন হইল মাত্র চাকরিতে ঢুকলাম...চাকরি চলছে মোটামুটি, কিন্তু আরেক বিপদে পড়সি রে ভাই, আমার শ্রদ্ধেয় আম্মাজান এর মুখে এখন একটাই কথা...বিয়া, বিয়া এবং বিয়া...আরে ভাই যে বেতন পাই হেইডা দিয়া নিজের ই চলেনা, আবার বউ চালামু কেমতে...... মায়ে এইডা শুনলেই কয়, যারা বেতন কম পায় তারা কি বিয়ে করেনা...মা কয়, পুত্রবধু দেখুম, নাতি-নাতনী দেখুম...এই আবদার শুইনাই তো মাথা খারাপ হইয়া জায়...সবে মাত্র ক্যারিয়ার শুরু করলাম, আর এখন এ বিয়া...তার উপর আবার স্বর্ণের ভরি নাকি ৬০০০০ তাকা...আম্মু খালি কয়, অমুক মেয়েটারে কেমন লাগে, অমুক মেয়েকে বিয়ে করবি নাকি...ধুর...বড্ড পেইন এ আছি রে ভাই...সামু ভাই ও বোনেরা...কোন বুদ্ধি থাকলে হেল্পান পিলিয।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।