আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন-৩

মেয়ে, তুমি হোচঁট খেয়ে থেমে যাও; ঘৃনার মত নিঃশেব্দ পুষে রাখো নোনাজলের আবেগী সঞ্চয়, আর আখিঁপাতে ধরে রাখো আজন্ম অহংকার। মেয়ে, তুমি বৈশাখী বৈরী বাতাসে ভেঙে পড়ো পলকে পলকা কাঁচের মত, নিলামে তোলো সলজ্জ নতজানু প্রার্থনা, ভেবে নিয়ে-থেমে যাবে জোছনার বৃষ্টি.. মেয়ে, তোমাকে বলি, ব্রতচারী মেয়ে, চিরদিন হোঁচট খেতে খেতে একদিন মেয়ে, তুমি ঘুরে দাঁড়াও দীঘল দৃঢ়তায়; হাত বাড়িয়ে দাও-মেঘের আচঁলে স্বপ্নসম্ভবের দেশে; পেছনে ফেলে রেখে সকল অগৌরব আর অসহায় সমর্পন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।