আমাদের কথা খুঁজে নিন

   

আর কতো ভুল করবে সরকার ও সরকারের বাহিনী?

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক ইলিয়াস আলী নামটা এখন আর সিলেট কিংবা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারীও তাকে চিনে গেলেন। অর্থ্যাৎ ইলিয়াস নামটি এখন আন্তর্জাতিক ভাবে আলোচিত। বিএনপির এই নেতা নিখোঁজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যা ঘটে গেছে সবই এই নামের সাথে যুক্ত। আর ইলিয়াস আলী বনানীস্থ সিলেট হাউস বাড়িটিও এখন সাংবাদিক ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অপরিচিত নয়।

তারপরও নাকি গতকাল রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ভুল করে ইলিয়াসের সিলেট হাউস বাড়িতে উপস্থিত হয়। সংবাদটি আজ প্রথম আলোতে ছাপা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পুলিশ কার বাসায় যেতে চেয়েছিল? এই ভুলটা ডিবি কিভাবে করছে? শুধু একটা কথা বলি জনগণের হাতে ললীপপ ধরিয়ে দিলেই জনগণ অবুঝ শিশু হয়ে যায় না। আর কত ভুল করবে সরকার ও সরকারের বাহিনী? এতো রাতে কি খুজতে ডিবি ইলিয়াসের বাসায় উপস্থিত হলো? কি জানতে তাদের রাতে যাওয়ার প্রয়োজন হলো? রাতে কাউকে কিছু না জানিয়ে ইলিয়াসের বাসায় যাবে আর দরজা ধাক্কা-ধাক্কি করবে। আর বলবে ইলিয়াসের পরিবার ইলিয়াসকে খুজতে হেল্প করছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।