আমাদের কথা খুঁজে নিন

   

আসেন একটু পড়া লেখা করি। সফটওয়্যার কি? কত প্রকার? (পড়ালেখা পর্ব - ০১)

সুখ নাই কে বলছে। মনের সুখ ই দেহের সুখ! প্রস্নঃ সফটওয়্যার কি? কত প্রকার? বর্ণনা কর। উত্তরঃ সফটওয়্যার হল কিছু প্রোগ্রামের কালেকশন। যা কম্পিউটার বা কোনো ইলেকটরোনিক্স যন্ত্র কে নির্দেশ করে কি করতে হবে? কিভাবে করতে হবে? কিংবা এক বা একাধিক লোক কোনও একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বা কিছু সমস্যা সমাধানের জন্য একে ব্যাবহার করে। প্রকারভেদঃ প্রধানত তিন প্রকারঃ ১।

সিস্টেম সফটওয়্যার ২। এপ্লিকেশন সফটওয়্যার ৩। প্রোগ্রামিং সফটওয়্যার আসুন জানি সিস্টেম সফটওয়ার কি? ১। কম্পিউটারের হার্ডওয়ার কে একত্র করে কাজের উপযোগী করে। ২।

এপ্লিকেশন সফটওয়ার চালানোর জন্য প্লাটফর্ম তৈরি করে। ৩। কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম এবং হার্ডওয়ার এর মাঝে সমন্বয় সাধন করে। ৪। আপনার দেয়া বিভিন্ন নির্দেশনা অনুযায়ী হার্ডওয়ার কে পরিচালনা করে।

৫। কম্পিউটার কে , কি করতে হবে, কিভাবে করতে হবে এসব আদেশ দেয়ার জন্য সিস্টেম সফটওয়ার ব্যাবহার করা হয়। আরও সহজ কথায় বললে কম্পিউটারের পরিচালক হল সিস্টেম সফটওয়ার!! উদাহরন দেখে নেনঃ সিস্টেম সফটওয়ার কত প্রকার ও কি কি? সাধারনত তিন প্রকার। যথাঃ- ১। অপারেটিং সিস্টেম ২।

ইউটিলিটি সিস্টেম ৩। মিডল ওয়্যার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.