আমাদের কথা খুঁজে নিন

   

ভাই পরামর্শ দেন, কোনটা কিনুম? কম্পিউটার পার্টস লিস্ট দিলাম কম বাজেটের মাঝে

ডেস্কটপ কিনুম, মোটামুটি ঠিক করসি কম বাজেটে নিচের জিনিসগুলো কিনুম, এখনো কিসু ব্যাপারে কনফিউজড, বাজেট মনে হয় আর বাড়াতে পারব না , সামর্থ্য নাই গো ভাই। একটু দেখেন আমার পছন্দ করা পার্টস গুলা ভাল কিনা, আর কিছু যেগুলা আমি কনফিউজড কোনটা কিনুম, সেগুলা প্লিজ বলেন কোনটা কিনলে ভাল হবে। Processor Intel Core i3-2100 Clock Speed (GHz) - 3.10 Tk. 10,750 মাদারবোর্ড বাজেট ৫৫০০ থেকে ৬০০০ এর মাঝে আর কোনটা ভাল হবে যেটায় রেম ১৬ জিবি সাপোর্ট করে? এটা কি ভাল? Gigabyte GA-H61M-DS2 tk 6000 USB 3 Graphics Card Sapphire HD6570 2GB Tk. 6,500 (Power Requirement 450 Watt) Hard disk Western Digital Caviar Blue 1TB SATA- 10EALX Tk. 10,200 Ram 8 GB DDR3 1333 Bus....কোন ব্রান্ড কিনুম? সবার পরামর্শে Twinmoss কিনব ঠিক করেছি, কিন্তু হিট সিংক তো পাচ্ছি না। কোথায় পাব? Monitor কোনটা কিনুম???? Min 18.5 inch...Budget 9000 Tk Contrast Ratio বেশি হলে ভাল নাকি কম? একটা ব্রান্ড ও মডেল সাজেস্ট করেন প্লিজ Samsung S19A300N 18.5 inch Tk. 8,600 এটা কেমন হবে? পাওয়ার সাপ্লাই (নিচের টা কেমন? এটা দিয়ে বেশ ভালভাবে চলবে পিসি? নাকি আরও বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগবে?) Thermaltake SMART / Modular / 550W 80 PLUS Bronze SP-550MPCBEU UPS Rahim Afroz 1000VA Tk 8000 ব্যাকআপ নাকি ৪০ মিনিট দিবে। আমার ৫৫০ ওয়াটের পিসিরে ৪০ মিনিট কি আসলেই ব্যাকআপ দিতে পারবে? কেউ কিনছেন এটা? একটু কইবেন প্লিজ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।