আমাদের কথা খুঁজে নিন

   

লোকজ-পংক্তি

শাফিক আফতাব--------- রবীশস্যের ক্ষেতের মতোন তুমি হলে বপণের উপযোগী, রাত্রির নিথর স্তদ্ধতায় নেমে এলো ভালো লাগার চরম ক্ষণ ; পৃথিবীতে আমার আর কেহ নেই, শুধু আছো তুমি অনুরাগী, ফুলবতী বিছানায় পাঁপড়ি ঝরছে তাই, আর বিনামেঘে বর্ষণ। হেমন্ত মাঠের দেহ চিরে মৃত্তিকার গভীরে পুঁতে দেই পুলক, অদৃশ্য কারিগর এক তাতে দেয় জলকনা, লবন আর রস ; আপনাতেই তা থেকে অঙ্কুরিত হয় দেহ আর পালক, পৃথিবীর পৃষ্ঠে আসাতে তখন সে দেখায় কী দুর্দান্ত সাহস ! তোমাতে জমা রাখি আমার প্রেম-কাম আর পুলকের দানা, সবকিছু নিয়ে তুমি গড়াও এক চেতনা, আর সত্তার প্রাণ ; সেই তো হাল ধরে, নৌকার পাল ধরে ; ভরায় সরাই খানা, ফলত অতঃপর রচিত হয় কাব্যকথা, লয়-তাল রস আর গান। তুমি ভূমি বলে আমি এক চিরধাবমান কঠিন কৃষক, তা না হলে এই পৃথিবী কি কোনোদিন মেলতো পালক ? ১১.০৪.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।