আমাদের কথা খুঁজে নিন

   

ওজন কমায় মরিচ

Engineer Ashikujjaman Ashik জন কমাতে সাহায্য করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে রাতে খাবার সময় সাধারণভাবে গোলমরিচ খেলে এ উপকার পাওয়া যাবে না। সার্জারির ক্ষেত্রে বিকল্প একটি পদ্ধতিতে মরিচ ব্যবহার করা হবে, যা মুটিয়ে যাওয়া কমাতে সাহায্য করবে। মেইল অনলাইন। বস্টনের ব্রিগহাম ও ওমেন হাসপাতালের বিজ্ঞানীরা পাকস্থলীর ভেগাটমির স্নায়ুর বিকল্প খুঁজতে অধ্যয়ন করার সময় ভেগাস স্নায়ু যে গাঁটের সঙ্গে সংযোগ ছিল, তা কেটে ফেলেন।

এর ফলে দেখা যায়, যেটি আলসার চিকিৎসায় ব্যবহার করা হয়, তা মুটিয়ে যাওয়া কমাতে সাহায্য করে। উপরন্তু এর আগে ওজন কমাতে এ প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। এতে গ্যাস্ট্রিকের মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ডা. আলি তাভাক্কলির নেতৃত্বে একটি দল ইঁদুরের ওপর ‘ভাগাল ডি অ্যাফারেনটেশন’ গবেষণা চালিয়েছেন। এতে ভাগাল স্নায়ু সরিয়ে দেওয়ার চেয়ে বরং সম্পূর্ণভাবে ধ্বংস করতে গোলমরিচ ব্যবহার করা হয়।

এ ধরনের অপারেশন পেটের চর্বি কমায়। দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্নায়ুতে ১১ মাসে ৭ শতাংশ চর্বি হ্রাস পায়। ভাগাটমি ১৯ শতাংশ চর্বি কমায়। ডা. তাভাক্কলি বলেন, উচ্চ আন্ত্রিক চর্বিতে মুটিয়ে যাওয়া ও এ সম্পর্কিত রোগ যেমন ডায়াবেটিস হয়। এ পদ্ধতি নতুন ধারা উন্মোচন করেছে।

ভবিষ্যতে আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি মানুষের ওপর প্রয়োগ করা যাবে। লিংক: http://www.statenewsbd.com/?p=9843 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।