আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ-জিম্বাবুয়ে অঘোষিত ‘ফাইনাল’

বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বেলা একটায়। প্রথম ম্যাচ বাংলাদেশ ১২১ রানে জিতলেও পরের ম্যাচে ৬ উইকেটে জিতে সমতায় ফিরেছে জিম্বাবুয়ে। দুই বছর পর জিম্বাবুয়ের কাছে আরেকটি সিরিজ হার এড়াতে প্রথম চার ব্যাটসম্যানের রান পাওয়া জরুরি বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, “দুই ম্যাচে প্রথম চার ব্যাটসম্যানের কেউ অর্ধশতক পাননি। আশা করি তৃতীয় ম্যাচে প্রত্যেকে দীর্ঘ সময় ক্রিজে থেকে বড় ইনিংস খেলবেন।

” দ্বিতীয় ম্যাচে হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, “আমরা ভালো ব্যাট করতে পারিনি। জিততে হলে অন্তত ২৬০/২৭০ রান করতে হবে। ” সিরিজ নির্ধারণী ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান নির্বাচক আকরাম খান বলেন, “সকালের দিকে পেসাররা উইকেট থেকে বেশ সহায়তা পায়। প্রথম দুই ম্যাচেই কিন্তু টস হেরে ব্যাটিং করেছে বাংলাদেশ।

” “বাংলাদেশ ভালো খেলছে। দলে তেমন কোনো পরিবর্তন আনার দরকার নেই। তবে ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলা জরুরি,” যোগ করেন তিনি। প্রায় চার বছর পর দেশের বাইরে ওয়ানডে সিরিজ জিততে বাংলাদেশ মরিয়া। ২০০৯ সালের অগাস্টে জিম্বাবুয়ে সফরেই সর্বশেষ বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ, ৪-১ ব্যবধানে।

২০১১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ঐ বছরের ডিসেম্বরে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর থেকে ওয়ানডে সিরিজে তারা অপরাজিত। গত ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়ার পর মার্চে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ ড্র করেছে মুশফিকের দল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।