আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার-অনলাইন একটিভিস্ট- সোসাল মিডিয়া একটিভিস্ট .......আপনারা সাড়া দিবেন কি ???

Why does life keep teaching me lessons, i have no desire to learn. হুমায়ুন থেকে আনিসুজ্জামান - সবাইকে নিয়েই আপনাদের কারো মাথা ব্যাথার কোন শেষ নেই । এই মাথা ব্যাথার কল্যানে নানাজন নানা বিষয়ে মতামত দিয়ে শুধু ভার্ছুয়ালি না টিভি রেডিওতে ও ফাটিয়ে ফেলছেন । আজকের পেপার দেখেছেন কি ?? দুপয়সার মাস্টারদেরকে নিয়ে সরকারি পুলিশ কি মজাটাই না করল............ বেকুবের ১৮ দল সাহসের অভাবে ঘরে বইসা রইছে, ঐদিকে টগবগিয়ে ফুটা পুলিশের পানি বাস্প হয়ে যাবার আগেই ব্যবহার রকতে হবে, সো সামনে পাওয়া গেল মাস্টারকুলকে । মনের সুখে মাস্টারদেরকে গোসল করিয়ে দিল পুলিশ ভাইয়ারা । তো আপনাদের কারো কি একটু খারাপ লাগে নাই এই ঘটনায়।

নারী থেকে বাড়ি সব বিষয়েই তো আপনার জান কুরবান করে রাস্তায় নেমে পরেন, কিছু না পারলেও এটলিস্ট হাতে কাগজ নিয়া খাড়াইয়া থাকেন। এই মাস্টার মশাইদের জন্য কি আপনাদের বিবেকে একটু নড়াচড়া হইছে । কিছু করার ইচ্ছা কি জাগছে ? কিছু কি করবেন ? নাকি এইটার খুব বেশী বাজারি ভেলু নাই বইলা পাত্তাই দিবেননা । আমি জানি দিবেন না । কারন আপনারা বাজারে বুদ্ধী বেচেনেওয়ালা হবার পথে আছেন।

দেয়াল নিয়া আপনাগো ঘুম হারাম । অবশ্য মাস্টারগোরে পিটানো একদিক দিয়ে ভাল, লেখাপড়া বন্ধ হইয়া গেলে হাজারো দেয়াল এমনিতেও মাইনসের চারপাশে ঘিরে থাকবে, তখন হুমায়ুনের এক দেয়াল আপনাগো মিস্টির হাড়িতে কোন ভাগই বসাইতে পারবোনা। কস্ট কইরা চুমায়ুনও লিখতে হইবোনা। আপনারা এইটা কি জানেন ব্লগ হইলো নব্য ধান্দাবাজ আর বাজরিদের আস্তানা, জাতীয় সংসদ তথা শূয়োরের খোয়াড়ে (আসম রব) আগামী দিনে ব্লগ থেকেও কিছু ব্লগার পা রাখলেও আশ্চর্য হবার কোন কারন থাকবেনা। জয়তু অনলাইন বুদ্ধীবেশ্যাদের............জয় হউক।

তারা চিরজীবি হবে নির্দিধায়........। কিছুক্ষন আজাইরা কপচাইলাম, আফটার অল আমিওতো ব্লগার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।