আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপে plagin, not charging, battery is not detected এই ধরনের সমস্যার সামাধান ।(windows xp. windows-7,windows-8 windows vista)

নিজেকে বুঝার ক্ষমতা চাই। প্রথমে বলে নেই আমার কাছে আমার ল্যাপটপ খুবই প্রিয় আর প্রিয় জিনিসটা যখন সমস্যার সম্মুখীন তখন খাওয়া দাওয়া সব অর্থহীন । গতকাল ঘুম থেকে উঠে মাথায় বাশঁ পড়ল । দেখলাম প্রিয় ল্যাপটপটিতে ব্যাটারি আইকনে battery is not detected দেখাচ্ছে , ব্যাটারি খুলে আবার লাগালাম ঠিক হল না তখন plagin and charging ৩০ সেকেন্ডের জন্য দেখাল আবার battery is not detected । সামু ব্লগে পোস্ট দিলাম কোন কাজ হল না, শুধু পেলাম হতাশা ।

তার পর এক বড় ভাই এর কাছে গেলাম কিন্তু তিনি দুপুর ১২ টার আগে তিনি ঘুম থেকে উঠেন না । তাই আসলাম গুগল মামার কাছে । ব্যাস পেয়ে গেলাম সামাধান । নিম্নে সামাধান বিবরন করলাম । ১, প্রথমে start menu তে গিয়ে control panel এ ক্লিক করুন ।

২, তারপর system and scurity ক্লিক করুন । ৩, system বার এর নিচে Deivce manager এ ক্লিক করুন । ৪, তারপর betteries catagory কে Expand করুন । ৫ তারপর betteries catagory এর লিস্ট থেকে Microsoft ACPI Compliant Control Method এ রাইট ক্লিক করে Uninstall সিলেক্ট করুন । ৬, তারপর একটা WARNING আসবে Do not remove the Microsoft AC Adapter driver or any other ACPI compliant driver ? ok তে ক্লিক করুন ।

৭ , তারপর Device Manager taskbar এ Scan for hardware changes এ ক্লিক করুন । ব্যস হয়ে গেল ব্যাটারি কে খুলে আর একবার লাগিয়ে নিন । আপনার সমস্যা যদি ব্যাটরির না হয়ে থাকে তাহলে উপরুক্ত সামাধান আপনার কাজে আসতে পারে । যদি তার পরও যদি আপনার সমস্যা সামাধান না হয় । যেহেতু এটি Driver এর সমস্যা তাই windows setup দিলে আপনার সেই Driver restore হয়ে যাবে ।

এপিজে আব্দুল কালাম এর একটা বানী শুনেছিলাম । "তোমার জীবনে সমস্যা আসে তোমাকে শিখাতে ,তোমাকে জানাতে তোমাকে এটা জানতে হবে, কারন তুমি এর সামাধান জান না। " তাই আজা থেকে প্রতিজ্ঞা করমাল আর কারও কাছে যাব না সমস্যার সামাধান খুজতে, পারলে নিজে পারলে অন্যে সমস্যার সামাধান করব । যদিও এই ধরনে সমস্যা আপনাদের কাছে কিছু নাও হতে পারে কিন্তু আমার কাছে খুবই মাজের লেগেছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.