আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ রাব্বুল আলামীন

যে ব্যক্তি সত্কর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমন্ডলকে আল্লাহ্ অভিমূখী করে. সে এক মজবুত হাতল ধারন করে. সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে। তিনি সবকিছুর প্রতিপালক ও ইবাদতের মালিক। তিনি চিরস্থায়ী, তাঁহার গুনাবলীও চিরস্থায়ী, অনন্তকালব্যাপী আছেন ও থাকিবেন। তাঁহার কোন শরীক নাই, তিনি অদ্বিতীয়। তিনি নিরাকার ও নিরাহার, তিনি কাহারো মুখাপেক্ষী নহেন, বরং জগতবাসী তাঁহার মুখাপেক্ষী।

তিনি দাতা, দয়ালু, ধৈর্য্যশীল ও ক্ষমাশালী। আল্লাহর কোন বান্দা অন্যায় করিলে তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না বরং বান্দা ক্ষমা ভিক্ষা চাইলে তিনি তাহাকে ক্ষমা করিয়া দেন। অতএব, এই মহান আল্লাহর প্রতি ঈমান স্থাপন করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ। আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য এই যে, আল্লাহ তায়ালার জাত-সত্বা ও তাঁহার সমস্ত ছেফাতী নাম সমূহে এবং গুনাবলীর প্রতি জবানের স্বীকৃতিসহ অন্তরের সহিত দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা যে, আল্লাহ তায়ালাই একমাত্র উপাস্য অর্থাৎ ইবাদতের যোগ্য। অতঃপর তাঁহার বিধানমত আমল করা হলো মুসলমানের কাজ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.