আমাদের কথা খুঁজে নিন

   

আর কি হলে যোগ্য হবে------------

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই আমার কাজিন তার সহকর্মীকে পছন্দ করেছে। বাসায় বলা হলো। কেউ রাজি না। প্রথম অভিযোগ মেয়ে দক্ষিণের। মেয়ের শিক্ষাগত যোগ্যতা তেমননা।

কিন্তু মজার ব্যাপার মেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইন্সটিটিউট থেকে মাষ্টার্স করেছে। আর । আমার কাজিনের অনার্স ও মাস্টার্স দুটোই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এরপর মেয়ের যোগ্যতা কম!!!! মেয়ে ছেলে দু জনই ব্যাংকের একই পোস্টে যব করে। মেয়ের ফ্যামিলির সবাই প্রতিষ্ঠিত।

এবার মেয়ের অযোগ্যতা হলো বয়স বেশি। মেয়ে ১ বছরের বড়। এটা মেনে নেয়া যায় না। যুক্তি মেয়ের বয়স হয়ে গেছে তাই তার পরিবার মেয়েকে দ্রুত গুছিয়ে দিতে চাচ্ছে????? যদি চেহারা রাজকণ্যা হতো তাহলে নাকি বাকি অযোগ্যতা?গুলোকে মেনে নেয়া হতো। আমি দেখিনি মেয়ে কেমন।

কাজিনের মেয়েকে পছন্দ। আর বাবা যে বিয়ে করবে তার যদি ভালো লাগে তোদের কি? সবচেয়ে মজার ব্যাপার হলো কাজিনের বোনই সবচেয়ে বড় সমালোচনাকারী। হায়রে মেয়ে তোরা মানুষ হইলি না। আমার মনে হয় মেয়ে পক্ষের সবচেয়ে বড় অযোগ্যতা ঢাকায় বাড়ি নেই। যা ছেলেদের আছে।

আমার আত্মীয়দের কথা... ছেলে এখনো স্বালম্বী নয়। বিয়ে করবে এমন রসদ নেই। আগে নিজের পায়ে দাঁড়াক। পরে বিয়ের কথা। কিন্তু ছেলের চাপে তারা বিয়ে দিতে রাজি ছিল।

কিন্তু মেয়ের এতো নেগেটিভ দিক। কেমন করে মেনে নেয়া যায়। আমার কথা বিয়ে দিবেন না ঠিক আছে। কিন্তু মেয়ে বলেই কে অপর পক্ষকে এভাবে হেয় করা উচিত। আর এ পক্ষের সবচেয়ে বড় যোগ্যতা তার ছেলেপক্ষ!!!!!!!! ঢাকায় বাড়ি আছে!!!!!!!!!! কি অদ্ভুদ চিন্তা-ভাবনার বলি হচ্ছে দুটি মন।

বড়ই সেলুকাস!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।