আমাদের কথা খুঁজে নিন

   

১৮ দলের গণমিছিল: আবার নাশকতার আশঙ্কা!!

আজ সোমবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে কাকরাইল মোড়-শান্তিনগর-মালিবাগ মোড় হয়ে মগবাজার এসে শেষ হওয়ার কথা রয়েছে। গণমিছিল সফল করতে ১৮ দলীয় জোট ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নাশকতার ঘটনা ঘটতে পারে। জামায়াত-শিবিরসহ নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গী সংগঠনের সদস্যরা ব্যাপক হারে সোমবারের গণমিছিলে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছে।

তারা রাজধানীতে যে কোন ধরনের নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সরকারকে দেয়া আগাম গোয়েন্দা প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। আজ বেলা ৩টা থেকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল হওয়ার কথা রয়েছে। গণমিছিল সফল করতে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ ইতোমধ্যেই নিজ নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। বৈঠকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হচ্ছে।

নেতৃবৃন্দ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতা-কর্মীদের গণমিছিল সফল করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। এমন নির্দেশনার সঙ্গে সঙ্গে সবাইকে যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। ঢাকার পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ কয়েকটি জেলার নেতাকর্মীদের ঢাকায় আনার জন্য পর্যাপ্ত সংখ্যক যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে মিছিলে প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে। গণমিছিলে বর্তমান সরকারের আমলে সবচেয়ে কোণঠাসা থাকা জামায়াত-শিবিরের তৎপরতা সবচেয়ে বেশি থাকবে।

জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী গণমিছিলে অংশ নেবে। এদের বাইরে রাজধানী ও আশপাশের বিভিন্ন স্থানের কওমী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেবে। মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতার চক্রান্ত রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে জামায়াত-শিবিরের ক্যাডাররা নিজ নিজ এলাকায় ধ্বংসযঞ্জ চালিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে। পুরোপুরি অরাজক পরিস্থিতির সৃষ্টি হলে গণমিছিলে অংশ নেয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর, জেএমবি, হরকাতুল জিহাদ ও তাদের অন্য সহযোগী সংগঠনের সদস্যরা ব্যাপক অন্তর্ঘাতের চেষ্টা চালাবে।

সূত্র:  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।