আমাদের কথা খুঁজে নিন

   

মা - এর চেয়ে সহজ , এর চেয়ে গভীর , এর চেয়ে হৃদয়স্পর্শী উচ্চারণ আর হয় না ।

সূর্যের চোখে চোখ রেখে শপথ নিয়েছি আরেক সূর্য হবার । মা - এর চেয়ে সহজ , এর চেয়ে গভীর , এর চেয়ে হৃদয়স্পর্শী উচ্চারণ আর হয় না । আজকের এই মা দিবসে বিশ্বের সব মাকে সব সন্তানের পক্ষ থেকে ভালবাসা । মাকে ভালবাসতে আসলে কোন দিবসের দরকার নাই । মায়ের ভালবাসা নিয়ে প্রথম আলো ব্লগে একটা লেখা পড়লাম ।

তার অংশ বিশেষ এরকমঃ "গল্পটা তুচ্ছ এক প্রাণীর। আমাদের অতি চেনা মাকড়শার। এটাকে গল্প বলাও ঠিক নয়, বলতে পারো একেবারে সত্যি ঘটনা। প্রতিমুহূর্তে আমাদের অজান্তেই কোথাও না কোথাও ঘটছেই ঘটনাটা। অনেকের কাছেই মাকড়শা মানেই ভয়ের বা ঘৃণার কিছু একটা।

কিন্তু এই তুচ্ছ ভয়ংকর (!) মাকড়শা মায়ের কাহিনী যে কাউকে অবাক করে দেবে। তোমরা হয়তো অনেকেই জানো, মাকড়শার ডিম ফুটে বাচ্চা বের হয়। মা মাকড়শা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা বের না হওয়া পর্যন্ত। প্রকৃতির নিয়মে একসময় ডিম ফুটতে শুরু করে। নতুন প্রাণের স্পন্দন দেখা যায় ডিমের ভেতর।

এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে সন্তান... কিন্তু খাদ্য কোথায়? ক্ষুধার জ্বালায় ছোট ছোট মাকড়শা বাচ্চারা মায়ের দেহই খেতে শুরু করে ঠুকরে ঠুকরে। সন্তানদের মুখ চেয়ে মা নীরবে হজম করে সব কষ্ট, সব যন্ত্রনা। একসময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে। মৃত মা পড়ে থাকে ছিন্ন বিছিন্ন হয়ে, সন্তানেরা নতুন পৃথিবীর দিকে হাঁটতে থাকে। এই হলো মাকড়শা মায়ের আত্মত্যাগের কাহিনী।

" মাকড়শা মা তার সন্তানের জন্য নিজাকে উজাড় করে দেন । এটা হয়ত প্রকৃতির ই নিয়ম । কিন্তু আমাদের মা আমাদের কে মাকড়শা মার থেকে কোন অংশে কম ভালোবাসেন না। আমাদের মা আমাদের গর্ভে ধারন থেকে আমরা পায়ে না দাঁড়ানো পর্যন্ত আমাদের আগলে রাখেন সর্বক্ষণ । মাকড়শা মায়ের মতো শুধু জৈবিক খাদ্য হিসেবে নিজেকে বিলেয়ে দিয়ে সন্তান কে অসহায় অবস্থায় ফেলে রেখে যান না ।

তাই সন্তানের প্রতি ভালবাসায় আমাদের মা মাকড়শা মায়ের চেয়ে বড়ো , বেশী বিবেচনা প্রসূত । কিন্তু আমরা কেউ যেন মাকড়শা সন্তানের মতো অকৃতজ্ঞ না হই । যে মা আমাদের জন্ম দিল, লালন পালন করে বড়ো করল তার মাংশে যেন নিজের উদর পূর্তি না করি । নিজের সুখ আর স্বার্থের মোহে যেন তার কোন কষ্টের কারন না হই । প্রতিটি সন্তানের হৃদয় থাকুক মাতৃভক্তিতে পূর্ণ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।