আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা (১১৮৬-১১৯০)

১. চিতা দাউ দাউ জ্বলবে চিতা...তুমি পুত্র আগুন দেবে পুঁড়বো আমি পিতা। ২. জ্যান্ত চিতা.. জ্বলন্ত চিতায় জীবন্ত আমি..জ্বলছি..পুঁড়ছি ..এভাবে নিজেই হবো জ্যান্ত চিতা। ৩. অপিষাপ পোঁড়ামুখি তোর হাসি পুঁড়ে হবে ছাই..চিতাতেও পাবি না রে ঠাঁই। ৪. মরা.. আগুনের কি সাধ্য বলো পুঁড়িয়ে মারতে পারে..আমি মরা; পুঁড়িয়েছো তুমি যারে। ৫. খেলোয়ার... আগুন খাই..আগুন পুষি...জ্বালাও আগুন যত খুশি..... সেবু মোস্তাফিজ মামবি প্রজাপাড়া পীরগঞ্জ-রংপুর। ১৩.০৫.১২ রাত ৮টা ৪৫ মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।