আমাদের কথা খুঁজে নিন

   

‘আমি ইউনূসের নখের যোগ্য নই, তবে...’ -ফাজিল বড়ূয়া

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘আমি ড. ইউনূসের নখের যোগ্যও নই বলে ব্যারিস্টার রফিক-উল হক যে মন্তব্য করেছেন, তাঁর সঙ্গে আমি পুরোপুরি একমত। কারণ ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেভাবে দেশের সাধারণ মানুষের রক্ত শোষণ করেছেন এবং ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সে যোগ্যতা আমি অর্জন করতে পারিনি, ভবিষ্যতেও এমনটি অর্জন করার সম্ভাবনা নেই। ’ আজ রোববার এক বিবৃতিতে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া এসব কথা বলেন। গতকাল শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রবীণ আইনজীবী রফিক-উল হকের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত ও প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি এ বিবৃতি দেন। ওই বিবৃতিতে তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি পরিশোধ করতে গিয়ে কত লোক যে বাস্তুভিটাহারা হয়েছেন, কত লোক আত্মহননের পথ বেছে নিয়েছেন, তার খবর শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিক-উল হক না জানলেও দেশবাসী এ বিষয়ে অবগত আছেন।

এর আগে দিলীপ বড়ুয়া গত শুক্রবার ড. ইউনূস ও ফজলে হাসান আবেদের সমালোচনা করে বক্তব্য দেন। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কথা বলতে চাইলে শিল্পমন্ত্রী তাঁদের রাজনীতির মাঠে আসার আহ্বান জানান। এর জবাবে রফিক-উল হক গতকাল শনিবার শিল্পমন্ত্রীর সমালোচনা করেন এবং তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে শিল্পমন্ত্রী আজ বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক দেশের একজন শ্রদ্ধাভাজন আইনজ্ঞ। এরশাদ সরকারের আমলে তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন।

পরে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর মামলা সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। এ ছাড়া অনেক সময় বিভিন্ন আসামিকে আইনি যুক্তিতর্ক দিয়ে খালাস করতেও উনি পারঙ্গমতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। ’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্যারিস্টার রফিক-উল হক মন্ত্রী হিসেবে আমার ব্যক্তিগত যোগ্যতাকে ড. মুহাম্মদ ইউনূসের নখের সাথে তুলনা করে রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে সরকার তথা জনগণের সম্মানকে যেভাবে তাচ্ছিল্য করেছেন, সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা তাঁর পেশা ও ব্যক্তি মর্যাদার জন্য কোনোভাবেই সম্মানজনক হবে না বলে আমি মনে করি। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে আমি যে ভূমিকা পালন করেছি, এর সঙ্গে মুহাম্মদ ইউনূসের তুলনা হবে না। ’ (কপি পেষ্ট) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।