আমাদের কথা খুঁজে নিন

   

।। সেই গোলাপের কথা // ফেদরিকো গার্সিয়া লোরকা ।।

বাঙলা কবিতা ।। সেই গোলাপের কথা // ফেদরিকো গার্সিয়া লোরকা ।। ______বাঙলায়ন : রহমান হেনরী_____ সেই গোলাপ সেদিনের সেই সকালটির জন্য লালায়িত ছিলো না; প্রায়-মৃত্যুঞ্জয়ী, তার ডালপালায় ব'সে, খুঁজে ফিরছিলো অন্য কিছু। সেই গোলাপ প্রজ্ঞা বা ছায়ার আশ্রয় পেতে ব্যতিব্যস্ত ছিলো না: কোমল শরীর ও স্বপ্নময়তার প্রান্তে দাঁড়িয়ে, অনুসন্ধিৎসু ছিলো আরও কিছুর জন্য। সেই গোলাপ অনির্বচনীয় স্বর্গীয়তায়, স্থির দাঁড়িয়ে ব্যাকুল ছিলো না আরও সব গোলাপের জন্য, তার আকাঙ্খাজুড়ে ছিলো আর কেউ, অন্য কিছু। ====

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।