আমাদের কথা খুঁজে নিন

   

::::: আম্মুর সাথে কাটানু কিছু সময়ের কথা ::::::

কয়দিন ধরে একটু অসুস্থ। ঠাণ্ডা লাগছে, গলা বেথা, মাথা ধরা এইসব আর কি। ঠাণ্ডার সমস্যা আমার প্রায়ই হয়। টনসিল এ বেথা হয় খুব। অসুস্থতা বড় কিছু না মনটা খারাপ আম্মুর জন্য ।

আম্মু পাশে নাই এইজন্য। বাসায় থাকলে আমার একটু গলা বেথা হলেই আম্মু লবন মিশানু গরম পানির গ্লাস হাতে নিয়ে পিছন পিছন ঘুরে। একটু গরগিল করার জন্য কত্তো জরাজুরি করে । ঘুম ভাঙলেই আমি চিৎকার করে আমার রুম থেকে আম্মু আম্মু বলে ডাকি। আম্মু পাশে বসলে আম্মুর কুলে মাথা রেখে কতক্ষন ঢং করি র বলি যে চা খাব।

আম্মু উঠে গেলে আবার ঘুমাই। আম্মু চা এর মগ টেবিলে রেখে বলে এই চা ঠাণ্ডা হয়ে গেল বলে আম্মু তার নিজের কাজে বেস্ত হয়ে যায়। অনেক্ষন পরে আম্মু এসে দেখে চা ঠাণ্ডা হয়ে গেছে আর আমি তখন ও ঘুমাই তবুও আম্মু বকা দেয় না শুধু বলে যে চা তো ঠাণ্ডা হয়ে পানি ! আমি লাফ দিয়ে উঠে বসি আর বলি প্লীজ আম্মু আর এক কাপ চা দাও। আমি বাথরুম এ ঢুকি আর আম্মু আর এক কাপ চা বানিয়ে দেয়। খালি পেটে চা খেতে ভালো লাগে আমার।

আমি হেঁটে হেঁটে চা খাই আর আম্মুর সাথে গল্প করি। অল্প সময় এর জন্য যখন বাসায় যাই তখন আম্মুর সাথে থাকা সুন্দর সময় হল এরকম সকাল গুলু । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।