আমাদের কথা খুঁজে নিন

   

এক জীবনে মায়ের প্রতি ভালোবাসা

একজন নির্বোধের বয়ান যখন, সন্তানের বয়স ৬ মাস, তখন ঃ (সন্তান) ওয়া...ওয়া-ম...মাম্-মা... ঃ (মা) ওলে আমাল সোনা জাদুলে... যখন, সন্তানের বয়স ১ বছর, তখন ঃ ওম্ মা..আমমা... ঃ আল একবার মা বল বাবা... যখন, সন্তানের বয়স ৫ বছর, তখন ঃ আমার আম্মু সেরা আম্মু.. ঃ তুমিও আমার সাত রাজার মানিক.. যখন, সন্তানের বয়স ১৫ বছর, তখন ঃ তোমার হাতের রান্না ছাড়া খেতে পারি না মা.. ঃ পারবা বাপ, বিয়া কইরা বউয়ের রান্দা খাইতে ঠিকই পারবা.. যখন, সন্তানের বয়স ২৫ বছর, তখন ঃ আম্মা আপনার একা বান্দা কাজের লোক দরকার, এই বয়সে রান্না করা ঠিক না... ঃ তুই একটা কাজের মেয়ে নিয়ে আসলেই তো পারিস বাবা ... যখন, সন্তানের বয়স ৩৫ বছর, তখন ঃ ওই মা সারাদিন তো কাজের মধ্যে পাড়া ঘোরা, ঘরের কাজে টুকটাক হাত দিতে পারো.. ঃ বুল হইয়া গ্যাছে বাপ... যখন, সন্তানের বয়স ৪৫ বছর, তখন ঃ না মানে বলছিলাম যে আমার ছেলে মেয়েরা বড় হেয়েছে, আপনার জন্য পাশের রুমে ব্যবস্থা...মানে... ঃ আমিও তাই ভাবতেছি, আর এত বড় ঘর আমারও লাগে না..দম বন্ধ লাগে.. যখন, সন্তানের বয়স ৫৫ বছর, তখন ঃ আমারে কই লইয়া যাসরে বেটা... ঃ আপনার তো আমাদের সাথে থাকতে কষ্ট হচ্ছে, তাই ভাল একটা জায়গায় রাখতে যাচ্ছি (বৃদ্ধাশ্রম)... যখন, সন্তানের বয়স ৬৫ বছর, তখন ঃ ও আল্লা আমার মায়েরে নিলা ক্যান? তুমি আমারে নিয়া যাও আল্লা...আমি আর বাঁচতে চাই না....ইইই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।