আমাদের কথা খুঁজে নিন

   

রথ দেখা সেই সাথে কলা বেচা আমেরিকায় ১ম দিন, একটি ভ্রমণ ছবি ব্লগ

অনকে চড়াই-উতরাই পেড়িয়ে প্রথমবারের মতো ফিরিঙ্গিদের দেশ আমেরিকায় উপস্থিত হলাম একটি বৈজ্ঞানিক সম্মেলনে যোগদানের জন্য। সম্মেলনটি হবে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত বৈজ্ঞানিকদের শহর বোল্ডার, কলোরেডোতে। বোল্ডার শহরটি ডেনভার বিমান বন্দর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্হিত। ডেনভার হলো কলোরেডোর প্রধান শহর। এখানে বলে রাখি যে কলোরেডো শহরটি সমুদ্র সমতল থেকে গড়ে ২ কিলোমিটার উচুতে অবস্হিত যা বাংলাদেশের কেওকোরাডাং পর্বতের চেয়ে দ্বিগুন উচু।

ছবি ১: ডেনভার আন্তর্জাতিক বিমান বন্দর, কলোরেডো, যুক্তরাষ্ট্র। কলোরেডোর রকি পর্বতের সাথে মিল রেখে বিমান বন্দরটির ডিজাইন করা হয়েছে পর্বতাকৃতির। এই শহরটি আবহাওয়া ও জলবায়ু নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে তীর্থস্থানের মত। আমেরিকায় আবহাওয়া ও জলবায়ু নিয়ে গবেষণা যে প্রতিষ্ঠানটির নেতৃত্বে হয় তার নাম হলো National Center for Atmospheric Research সংক্ষেপে যাকে বলে NCAR তারাই Weather Research and Forecasting Modeling (WRF) System ব্যবহার কারীদের জন্য আয়োজন করেছে একটি বার্ষিক সম্মেলন। এই মডেলটি ব্যবহার করে আমেরিকা দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাষ করে ।

আমি আমার Ph.D. গবেষণার কাজে এই মডেলটি ব্যবহার করি। আমি এই সম্মেলনে আমার গবেষণার কিছু অংশ বৈজ্ঞানিক পোষ্টার হিসাবে উপস্থাপন করব। ছবি ২: ডেনভার বিমান বন্দর এর ভেতরের ছবি ছবি ৩: বিমান বন্দর এর ৩ টি টার্মিনাল। একটি থেকে অন্যটি এত দূরে যে মেট্রো ট্রেন ব্যবহার করে একটি থেকে অন্যটি যেতে হয়। আমি যেখানে নেমেছিলাম সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ব্যাগ সংগ্রহ করতে হয়েছিল।

যে কারণে যুক্তরাষ্ট্রে আসা, সেই জিনিসটিই ফেলে এসেছিলাম টার্মিনাল এ তে। বিমান বন্দর থেকে বের হয়ে যখন বোল্ডারগামী বাসে চড়ব তখন দেখি আমি বৈজ্ঞানিক কনফারেন্সে যে পোষ্টার প্রেজেন্ট করতে এসেছি সেটাই ফেলে এসেছি। বিমান বন্দর এর নিয়ম অনুযায়ী আমি নতুন করে টার্মিনাল এ-তে ঢুকতে পারব না সাধারণত। এর পরে অনেক কাঠ-খড় পুড়িয়ে সেটি হাতে পাই। পরবর্তীতে বিস্তারিত লিখব।

ছবি ৪: বিমান বন্দরে আমি ছবি ৫: কলোরেডোর নীল আকাশ; সেই সাথে ধু-ধু প্রান্তর। নীল আকাশে সাদা মেঘের ভেলা। আকাশ যে কতটা নীল হতে পারে সেটা না দেখলে বোঝা কষ্টকর। ছবি ৬: বাস হতে দেখা রকি পর্বতমালা। এর পাদদেশেই অবস্থিত আমার কনফারেন্সের শহর বোল্ডার।

ছবি ৭: আমি দূর হতে তোমাকেই দেখেছি আর মুগ্ধ চোখে চেয়ে থেকেছি ছবি ৮: রকি পর্বতমালা ছবি ৯: ছবি ১০: ছবি ১১: অতঃপর আমি পাইলাম তাহাকে পাইলাম। আমার হোটেলের জানালা থেকে দেখা রকি পর্বত।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।