আমাদের কথা খুঁজে নিন

   

নীল পদ্য একঃ শকুন।

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো ভালোবাসা নিয়ে পথে দাঁড়িয়েছে প্রেম, আসবি আসবি করে মিথ্যে বলেছিস। গান কন্ঠি হয়ে আকন্ঠ ডুবেছে প্রেম, মায়ার গোলাপ ক'টা পায়ে দলেছিস। যে ঠোঁটে কোমোল চুমু বাড়িয়েছে প্রেম, ওষ্ঠ সে- কথার বিষে জ্বালিয়ে দিইয়েছিস। যে বুকে আগলে নিশি জেগেছে প্রেম, সে বুকে বিঁধিয়ে কাঁটা খুন ঝরিয়েছিস। তোর শ্বদন্ত, নখর, সর্পিল জিভ, চামড়ায় একাকী সয়েছে প্রেম, শুকোতে দিস নি, করে আঘাত নতুন। প্রেয়সী শোন, তুই শুধুই মাংস এখন, তোর প্রেম আজ তোকে খুবলে খাওয়া শকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।