আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত পিন শিল্পকর্ম

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/ “পিন” বা “পেরাক”, “তারকাটা” বা “গজাল” ছোট থেকে বড় সবগুলিই নানান ধরণের কাজে ব্যবহার হয়। এরা শিল্প তৈরির কাজেও লাগে, কাজে লাগে কাঠের কোন জিনিস তৈরি করতেও। তবে এখানে যেই ছবিগুলি দেখবেন সেগুলি পিনের সেই চিরাচরিত চিত্র থেকে সামান্য ভিন্ন হবে। এখানে দেখবেন প্রতিটি পিন নিজেই এক একটি শিল্পের অংশ।

আসুন তাহলে দেখা যাক অদ্ভুত সেই পিন শিল্পকর্ম গুলি। সিরিজের অন্যান্য পর্বগুলি : ১। অদ্ভুত পেনসিল সাপনার চিত্রকর্ম, ২। গাছের পাতায় অদ্ভুত শিল্পকর্ম, ৩। ডিমের খোসায় অদ্ভুত শিল্পকর্ম, ৪।

অদ্ভুত বর্ণচিত্র, ৫। অদ্ভুত সাদা স্কসটেপ শিল্পকর্ম, ৬। অদ্ভুত বিস্কুট সিটি, ৭। গাছের পাতায় অদ্ভুত শিল্পকর্ম (২য় অংশ), ৮। অস্ত্রের তৈরি অদ্ভুত শিল্পকর্ম , ৮।

পাথরের উপর অদ্ভুত চিত্রকর্ম। এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.