আমাদের কথা খুঁজে নিন

   

হে দারিদ্র!

হে দারিদ্র! মাহাবুব আলম মুরাদ আজ ১২ই মে, বিশ্ব মা দিবস। এই দিনকে কেন্দ্র করে খ্যাতমান ব্যক্তিগন বেশ মন্তব্য করেছেন। কেউ প্রকাশ করেছেন মাকে নিয়ে সাজানো তাদের অনুভূতিগুলো। কেউ লিখেছেন রচনা, কেউ কবিতা, কেউ গান আবার কেউ ছড়া। সকালে পত্রিকার পাতায় চোখ রেখে এই পড়াগুলো পড়ে চোখে জল চলে আসে যায়।

মাকে নিয়ে সাজানো বিশিষ্ট ব্যক্তিদের মন্তব্য দেখে নিজের প্রতি নিজের অগাধ ঘৃণা আসে। আমি এমন এক অথর্ব যার মাকে ফোন করার মত নেই কোন মাধ্যম। এমনই এক ছাত্র যে প্রাইভেট ভার্সিটিতে পড়ে শুধু নিজের পড়ালেখার খরচ চালিয়ে নিতেই হিমসিম খাচ্ছি। তার পর আবার মোবাইল। যাও অনেক কষ্টে একটা মোবাইল কিনলাম, তাও ভাগ্যে সেটা বেশি দিন জোটেনি।

সালার ডাকাতের দল! আর ভাল মানুষ চোখে ফেলিনা। আমিতো এমনেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলি তার উপর আমাকে এমন পঙ্গু করলি। আসলে এটাই তো প্রকৃতির নিয়মঃ মরার উপর খাড়ার ঘাঁ। যা শালারা তোরাতো আর আমার ভাগ্যটাকে নিয়ে যেতে পারলি না। সালারা তোরা আমার মোবাইল তো নিলি, তার সাথে আমার মামার ল্যাপটপ টাও আমার কাছ থেকে নিয়ে গেলি।

কেন পরীক্ষা শেষ করে বাড়ি গেলাম, কেন ডাকাতের হাতে সব কিছু হারালাম, অবশেষে বোনাচ হিসেবে খেলাম তাদের হাতের লাঠি-পিটা। আজ প্রায় এক মাসের মত হয়ে গেল তবুও একটা মোবাইল কিনতে পারিনি! হায়রে দারিদ্র! এই কষ্টটুকু এত দিন মোটেই অনুভব করিনি। আজ বিশ্ব মা দিবসে যখন সবার মুখে মায়ের গল্প শুনলাম। প্রতিটি ব্লগিং সাইটে যখন মাকে নিয়ে সাজানো গল্প, রচনা ও ছড়া দেখতে পাই; ঠিক তখনি মায়ের সাথে যোগাযোগ না করতে পারায় কষ্ট টুকু অনুভব করতে পেলাম। আমার মনেক সেকি আত্মনাদ তা কারো সাথে প্রকাশ না করে মনে মনে ডাকাত শুকরের বাচ্ছাদের কত গালি করলাম তা বলার মত না।

সত্যি কথা কি দরিদ্র পরিবারে জন্মগ্রহন করে উচ্চ শিক্ষা গ্রহন করা তাও আবার আবার প্রাইভেট ভার্সিটিতে পুরটাই স্রোতের বিপরীত দিক নাকি ঠিক বুঝতে পারছি না! তাইতো সব সময় কবি নজরুলের এই লাইনটা স্মিতির পাতায় ভেসে আসেঃ হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান। ওহে নজরুল তুমি এসে দেখে যাও আমার দারিদ্রতা আর পারলে দারিদ্রদের করে যাও মহান। বিঃদ্রঃ একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটা লেখা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।