আমাদের কথা খুঁজে নিন

   

আজ থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া শুরু

কলেজগুলোতে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া শনিবার থেকে শুরু হয়েছে। আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। শিক্ষামন্ত্রণালয়ের পূর্ব ঘোষণার সময় অনুযায়ী এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আবেদনপত্রের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে সর্বোচ্চ ১২০ টাকা। গত সোমবার প্রকাশিত ফলাফলে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কলেজগুলোতে ভর্তির আবেদনপত্র ১২ মে, শনিবার থেকে আগামী ৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে।

পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে যাদের ফল পরিবর্তন হবে তাদের জন্য ভর্তির আবেদন গ্রহণ করার শেষ তারিখ হবে ১৪ জুন। বিলম্ব ফি ছাড়া ও বিলম্ব ফিসহ ভর্তি ও ডিডি করার শেষ তারিখ যথাক্রমে ২৮ জুন ও ১২ জুলাই। ৬০০ শিক্ষার্থীর বেশি ভর্তি করানোর অনুমোদন আছে এমন কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৩০০ জনের অধিক আসন থাকা কলেজগুলোতেও অনলাইনে ভর্তি করা যাবে। এদিকে চলতি বছরও উচ্চমাধ্যমিক কলেজগুলোতে ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রকাশিত নীতিমালা অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সব বিষয়ের ওপর সর্বোচ্চ ৪৩ পয়েন্ট ধরে ক্রমান্বয়ে ৪০ পয়েন্ট পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। এ সংক্রান্ত সব ধরনের নির্দেশনা http://www.educationboard.gov.bd ও http://www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।