আমাদের কথা খুঁজে নিন

   

আমি যে এক বেকার ছোড়া।

আয়নার কাছে দাড়ালে বিবেক, বলে আমায় ও মোখপোড়া, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমি যে এক বেকার ছোড়া । । এক্সাম এর ওই বছর গুলো একে একে গিয়েছি ভুলে, মেট্রিক, ইন্টার মিডিয়েট, ড্রিগ্রি টাও গোলমেলে । । পরিহাষের হাসি হাসে ধূল জমা কিছু সার্টিফিকেট আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমি যে এক বেকার ছোড়া আয়নার কাছে দাড়ালে বিবেক, বলে আমায় ও মোখপোড়া আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমি যে এক বেকার ছোড়া।

। রুপকথার ওই গল্পগুলো বাস্তবে সত্যি হলে অর্ধেকটা রাজত্ত আর রাজকন্যা পাওয়া হবে । । অভিলাষের সীমানা নেই, স্বপ্ন গুলো আকাশ ছোয়া আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমি যে এক বেকার ছোড়া। ।

আয়নার কাছে দাড়ালে বিবেক, বলে আমায় ও মোখপোড়া আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমি যে এক বেকার ছোড়া..... (সোলস) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।