আমাদের কথা খুঁজে নিন

   

IDB-BISEW আইটি স্কলারশীপ, যারা আইটি তে ক্যারিয়ার গড়তে চান

অধরা সপ্ন গুলো ধরতে চাই, অদেখা সপ্ন গুলো দেখতে চাই ইসলামিক ডেভলোপমেন্ট ব্যাংক- বাংলাদেশ ইসলামিক সলিডারিটি ওয়াকফ, সংক্ষেপে IDB-BISEW কতৃক প্রদত্ত আইটি শিক্ষাবৃত্তির রাউন্ড ১৮ তে অংশগ্রহন করার জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে। বাংলাদেশের যেকোন মুসলিম শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। আবেদনের নূন্যতম যোগ্যতা গ্রাজুয়েশন/ফাজিল/সিভিল আর্কিটেকচারে ডিপ্লোমা ডিগ্রি। IDB-BISEW আইটি বৃত্তির সুযোগ-সুবিধা: ১। ১,০০০০০ - ২,০০০০০ লক্ষ টাকা সমপরিমানের আইটি প্রশিক্ষন।

২। ৫০,০০০ হাজার টাকা সমপরিমানের ভেন্ডর সার্টিফিকেশন। ৩। ২০০০ হাজার টাকা হারে মাসিক ভাতা। যে সকল বিষয়ের উপর ডিপ্লোমা করা যাবে: 1. Architectural & Civil CAD 2. Computer Assisted Animation 3. Database Design & Development - Oracle 4. Enterprise System Analysis and Design - c#.Net 5. Enterprise System Analysis and Design - VB.Net 6. Enterprise System Analysis and Design - J2EE 7. Networking Technologies 8. Web Presence Solution & Implementation সবগুলো কোর্স ১০ মাস থেকে ১ বছর ব্যাপি।

আবেদন করা যাবে ২২শে জুন, ২০১২ পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্যের জন্য এখানে ভিসিট করুন.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।