আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কোন পথে হাঁটছি ? ইউ ল্যাব ইউনিভার্সিটির ঘটনা প্রসঙ্গে।

আমাদেরই এক বোনের সম্মান হানি হওয়াতে প্রতিবাদ জানাতে গেলে উলটো অসহায় অবস্থায় পড়া থেকেই অনুমান করা যায় মানুষ হিসেবে আমরা এখন কত নিচে নেমে গেছি। কি লাভ বছর বছর এত এ প্লাস পেয়ে, এত পাশের হার বাড়িয়ে, যদি না ভিতরের পশুটাকে মানুষ করা যায়। মাননীয় শিক্ষা মন্ত্রী, আপনি দয়া করে ‘নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ’ এর উপর একটা সাবজেক্ট বা কোর্স চালু করুন, যদি তাতে এইরকম অমানুষ, হায়েনা আমাদের এই ‘সোনার বাংলাদেশে’ (???) আর না জন্মায়। আর প্রিয় ব্লগার ভাইবোনেরা, আমাদের নিজেদের পরিবার থেকেই শুরু করতে হবে ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন। কারন গতকালের হায়েনাগুলোর ও পরিবার আছে। পরিবার থেকে সঠিক শিক্ষা পেলে এরকম ঘটনা কি ঘটত ? সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার যে পথটা আমরা বেছে নিয়েছি সেটা সঠিক কিনা ভাবার জন্যে ? ব্লগার সর্বনাশা’র পোস্টের লিঙ্কঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।