আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী বন্ধু তুমি,হারিয়ে গেলে মিছে।

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** কোনো দোষ ছিল না আমার,তবুও তুমি চলে গেলে। অযথায় অভিমানী তুমি,চলে গেলে আমায় একা ফেলে। গেছো যখন যাও,তোমায় আমি ফেরাবো না। শুধু মনে রেখো,শত বন্ধুর মাঝেও আমায় খুঁজে পাবে না। যখন তুমি থাকবে একা,আমায় মনে পড়বে।

মনটা তোমার গভীর ভাবে,আমাকেই খুঁজবে। অভিমানী মন তোমার,একটু হলেও কাঁদবে। দুচোখের কোনা একটু হলেও নোনতা জলে ভিজবে। কিন্তু থাকব না আমি,তখন তোমার পাশে। থাকবে না আমার দুষ্টুমি,তোমার বাতাসে মিশে।

তুমি তখন আপন মনে,ভাববে নিয়ে আমায়। অভিমানী ক্ষ্টগুলো, সইবে নীরব ব্যথায়। হাত বাড়ালে মিলবে না'কো,আমায় আর কাছে। অভিমানী বন্ধু তুমি,হারিয়ে গেলে মিছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।