আমাদের কথা খুঁজে নিন

   

গরম বাঙালী ( একটি ছন্দের অপপ্রয়াস)

বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। হাসিনা আছেন টেনশনে কবে যাবেন পেনশনে, বয়স তো আর হলনা কম জৈষ্ঠ মাসে অনেক গরম। একটানা বিদ্যুত পেলে বাঙালী যেত ভূলে, তাহার অবদান বসে কাঁঠাল খান। গরমে যদি না করে হাঁসফাস বাঙালী ভূলবে পাচীন ইতিহাস। তাল পাখা, হাত পাখা বাঙালী বধুঁর প্রাণসখা। তোমার হাতপাখার বাতাসে আমার চক্ষু বুজিয়া আসে। কেমনে মেলাই ছন্দ মাথায় লেগে গেছে দ্বন্দ। হাসিনা ম্যাডাম জিন্দাবাদ জৈষ্ঠ মাসে নেন ফলের আস্বাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।