আমাদের কথা খুঁজে নিন

   

সাবধান !!! ভয়ঙ্কর ফুট ওভার ব্রিজ !!!

সুখ পাইয়া আল্লার নাম ভুইল্লা গেছি। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাসের ফুট ওভার ব্রিজটি আমাদের প্রায়ই ব্যবহার করতে হয়। ব্রিজটি দিযে অসংখ্য পথচারী পারাপার হয় প্রতিদিন। দেশের সর্বাধিক ব্যবহিত ফুট ওভার ব্রিজ গুলোর মধ্যে এটি একটি। পুরো ফার্মগেট এলাকা জুড়ে রয়েছে পৃচুর স্বুল, কলেজ, বেসরকারী বিম্ববিদ্যালয় এবং সারাদেশের উল্লেখগোগ্য সংখক কোচিং সেন্টার।

এছাড়া রয়েছে শপিং সেন্টার, সরকারী-বেসরকারী অফিস এবং ব্যস্ততম একটি বাসস্ট্যান্ড। এক কথায় মতিঝিল ও গুলিস্থানের মতো ফার্মগেটও দেশের একটি ব্যাস্ততম এলাকা। বাংলাদেশের ফুট ওভার ব্রিজগুলোর সমস্যর কোন অন্ত নেই। আমি আজকে একটি নতুন সমস্যা সামুর ব্লগারদের সাতে শেয়ার করতে চাই। ফার্মগেটের মতো ব্যস্ততম এলাকার একটি ফুট ওভার ব্রিজের চিত্র দেখেন।

ব্রিজটির বেশির ভাগ স্টেপের লোহার পাতগুলো ভেঙ্গে গেছে অতপর টোকাইরা সেগুলা খুলে নিয়ে গেছে। এমতাবস্থায় মাত্রাতিরিক্ত পথচারী পারাপারের ফলে স্টেয়ার কেসগুলোর অর্ধেক গেছে ক্ষয় হয়ে ফলে এই ব্রিজটি হয়ে উঠেছে মারাত্বক ভয়ঙ্কর। ১২ ইঞ্চি চওড়া স্টেয়ার গুলো থেকে যদি ৬ ইঞ্চি ক্ষয়ে যায় বা ঢালু হয়ে যায় তাহলে মানুষ পা রাখবে কোথায়। আমার সামনে তিন দিন দুর্ষটনা ঘটেছে এই ব্রিজে। আমিও একদিন দুঘটনার শিকার হতে হতে বেচে যাই।

একদিন এক বৃদ্ধ মহিলা নামার সময় পা পিছলে পরে যায। যা দেখে আমার খুবই কষ্ট হয়। মাঝ বয়সী এক মহিলা তাকে উঠতে সাহায্য করেন। আরেক দিন আমার সামনে এক তরুনী পা পিছলে তিন সিড়ি সামনে গিয়ে ধপাস্ করে বসে পড়েন। তার বসে পরা দেখে বুঝতে পারলাম প্রচন্ড ব্যাথা পেয়েছেন।

তাকে ধরতে গিয়েও আমি আবার ধরলাম না, চিন্তা করলাম মেয়েটি কম বয়সী। কিন্ত খেয়াল করে দেখলাম মেয়েটি আর উঠছে না। জিঙ্গেস করলাম খুব লেগেছে বোধ হয়। মেয়েটি বলল 'হ্যা' । মেয়েটি উঠে যখন হাটা শুরু করল তখন তাকে দেখে মনে হচ্ছিল জন্মের পর এই প্রথম সে কোন কারনে রাস্তায় লজ্বিত হলো।

এছারা তার সাদা সালোয়ার-কামিজের পেছনের অংসে ময়লা লেগে ছাপ বসে গেছে। তার লজ্বিত চেহারা দেখে বলতে পারলাম না য়ে আপনার পেছনে ময়লা লেগেছে পরিস্কার করে নিন। আরেকদিন উঠার সময় সিড়িটি প্রায় খালি একটি যুবক গান গাইতে গাইতে আমাকে টপকে উঠে যাচ্ছিল। প্রথম সিড়ি পার হয়ে দ্বিতীয় সিড়িতে উঠার সময় ঢালুতে পা পিছলে এমন ভাবে পরেন যে তার হাটু এবং হাতে প্রচন্ড ব্যাথা পান এবং প্যান্ট ছেচড়ে ছিড়ে যায়। ছেলেটা এতটাই ব্যাথা পান যে উপরে উঠে কিচু সময় বসে ছিলো।

ফার্মগেটের ফুট ওভার ব্রিজটি ব্যাবহার করতে পথচারীরা বাধ্য কারন নিচ দিয়ে পারাপারের ব্যবস্থা এই রাস্তাটিতে পরিপূর্ন বন্ধ করা আছে। আমাদের ব্রিজ বা আন্ডার পাস দিয়ে পারাপার হতে কোন আপত্তি নাই কিন্ত এগুলোর সঠিক রক্ষনাবেক্ষন অত্যন্ত জরুরী। সামুর মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যে পুরো ঢাকা সিটি না হোক ফুট ওভার ব্রিজ ও আন্ডার পাস গুলো অন্তত পথচারীদের চলাচলের উপযোগী করে গড়ে তুলুন কারন মানুষ তাদের মুল্যবান সময় ব্যায় করে এবং বৃদ্ধরা তাদের সাধ্যের অধিক শক্তি ব্যয় করে এগুলো দিয়ে পারাপার হয়। যারা এই লিখাটি পড়ছেন তাদের কে বলছি। এই ফুট ওভার ব্রিজটি পার হবার সময় একটু সাবধান থাকবেন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।