আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার রঙিন পোস্টার

স্বপ্নের নির্বোধ ফেরিওয়ালা... হিংসায় উন্মত্ত জনপদ চাইনি, গুম, নির্মম হত্যা, রক্ত এবং ধ্বংসের গোরস্তানও নয় আমি তোমাদের নগরীতে ভালোবাসার রক্তপাতহীন অভ্যুত্থান চেয়েছিলাম। ভালোবাসার রক্তপাতহীন অভ্যুত্থানের সোনালী স্বপ্ন আমার বুকের কঠিন 'পাজরে পুষ্পের ঘ্রাণের' মতো জেগে আছে। আমার কোমল মাটির বুক বিদীর্ণ করেছে যে কংক্রিটের অনাহুত আস্তরণ ও আগ্রাসন, নির্মম যাতনায় নষ্ট করেছে যারা আমার নদীর জল, যেখানে আজ নিয়ত গুমরে উঠছে কান্নার বিরামহীন ঢেউ, রঙিন আকাশ যারা করেছে অদ্ভুত বেদনায় নীল, তাদের বিরুদ্ধে আজ লং মার্চ, রোড মার্চ, আকাশ মার্চ হবে। তুমিও এসো প্রিয়তমা। আধ ঘুমা মানুষকে বলো জেগে উঠতে। মানুষ জেগে উঠছে তিউনিসিয়ায়, মিসরে এবং লিবিয়ায় আমরা, আমাদের এই নগরীর প্রতিটি দেয়ালে সংক্ষুব্ধ প্রতিবাদের মুখরিত শ্লোগানে সাটিয়ে দেবো নতুন জামানার ভালোবাসার রঙিন পোস্টার, মাঘের শীতার্ত প্রহর শেষে কৃষ্ণচূড়ার রঙে আঁকা ফাল্গুনের ভোরে দেখবো ভালোবাসার রক্তপাতহীন অভ্যুত্থান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।