আমাদের কথা খুঁজে নিন

   

শব-ই-বরাত

অরুণালোক শব-ই-বারাত! শব-ই-বরাত! অনেক পূণ্য আজকে রাত এ্যায় মুসলিম ঘুমাসনে আজ, নে চেয়ে তোর খুশ বরাত কে কাঙাল! কে দুখি! আয়, রহমত নে হাত পেতে ডাকছে তোকে জগৎ পিতা সুখ সম্ভ্রম আর প্রেম নিতে। চেয়ে নে তুই, যা খুশি আজ, অফুরন্ত তাঁর ডালি প্রেম সৌরভ বিলাতে এলেন স্বয়ং স্রষ্টা ফুল মালি। কে তুমি রোগী! কষ্ট পাচ্ছ ভীষণ রোগের যন্ত্রনায়! কে তুমি চাও সম্পদ বলো! জলদি করো, রাত পোহায়। কে চাও স্বাস্থ্য! সৌন্দর্য! সুখ! বরকত! রহমত আর নাও চেয়ে সব, যা খুশি আজ থাকতে রাতের অন্ধকার। আজকে মহান মালিকুল মুল্ক খোলে দিয়েছেন দরজা তাঁর দু’জাহানের মুক্তিদাতার মুক্ত আজি দান আধার। বিবর্তন পত্রিকা অফিসে বসে ২৫ জুন, ২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।