আমাদের কথা খুঁজে নিন

   

পকেট ফাঁকা ? একটার বেশি ল্যাপটপ কিনতে পারছেন না ? চলুন একটা ল্যাপটপেই নিই চারটি ল্যাপটপের/ডেকসটপের সুবিধা !

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। আমরা কখনোই কোনো কিছুতে পূর্ণ পরিতৃপ্তি পাই না। যেমন ধরেন ৭০ কিমি স্পিডে বাইক চালাতে চালাতে মনে হয় বাইকে 5th গিয়ারটা যে কেন নেই। ডেক্সটপ ব্যবহার করতে করতে মনে হয় ল্যাপটাই মনে হয় বেশি ভালো। ৩জি ফোন কেনার পরে ভাবি ৪ জি হওয়া পর্যন্ত ওয়েট করলে ভালো হত-বড় তাড়াহুড়ো করে কিনে ফেললাম।

কত যে অতৃপ্তি আমাদের মধ্যে তার ইয়ত্তা নেই। আসলে এই অপরিতৃপ্তিই মানুষকে নতুন নতুন দিকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু আমরা মধ্যবিত্ত সাম্প্রদায় একটুতেই পকেটে টান। আর বাজারের অবস্থার কথা আর কী কব । মারাত্মক।

তাই ইচ্ছা থাকলেও উপায় হয় না। তখন ভাবতে হয় ডেকক্সটপ তো আছেই ল্যাপটপ নিয়ে আর কী হবে ? বা লো কনফিগারেশনের ল্যাপটপ কিনে ভালো ল্যাপটপ কেনার ইচ্ছা হলেও ভাবি- এতেই তো চলে যাচ্ছে, কী আর দরকার। আচ্ছা কেমন হবে আপনি চারটি ল্যাপটপ না কিনেই যদি একটি ল্যাপিতেই চারটির সমান কায়দা করে নিতে পারেন ? বা একটা ডেক্সটপেই চারটে ডেক্সটপের ফায়দা লাভ করতে পারেন। আমি তেমন একটা উপায় খুঁজে পেয়েছি। সেদিন নেটে ঘুরতে ঘুরতে একটা সাইটের সন্ধান পেলাম।

বেশ ভালোও লাগল সাইটটা । ওখানেই একটা লেখাতে এই সফটওয়্যারটার খোঁজ পেলাম। চলুন দেখি এই সফটওয়্যারটা কি করতে পারে। এই সফটের মাধ্যমে আপনার পিসিতে চারটে ডেক্সটপের পরিবেশ তৈরী করতে পারবেন। হয়তো অফিসে বসে আপনার পারসোনাল কোনো ফাইল দেখছিলেন।

বস এসে পড়ল । এমনিতে হলে আপনি হয়তো মিনিমাইজ করে দেবেন। কিন্তু বস তো মিনিমাইজ থেকেই দেখে নিতে পারবে আপনার কোন ফাইল খোলা আছে বা আপনাকে কাজ সেভ না করেই মাঝপথে বন্ধ করে দিতে হতে পারে। কি জ্বালা বলুনতো ! কিন্তু এই সফটোয়্যারটা থাকলে আপনি মুহূর্তে অন্য ডেক্সটপে চলে যেতে পারবেন কেউ বুঝতেই পারবে না। কেননা সে ডেক্সটপে বসের ফাইলই আগে থেকে আপনি খোলা রেখেছিলেন।

আগের ও পরের ডেক্সটপে যাবার জন্যে হট কী-এর ব্যবস্থাও রাখা আছে। আপনি এমন চারটি ডেক্সটপ একই সঙ্গে ব্যবহার করতে পারবেন। লিনাক্সে এটা ইনবিল্ট করা থাকে কিন্তু এই সফটটা আপনি উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। চলুন কিছু স্ক্রীনসট দেখে নিই- একসঙ্গে চারটে ডেক্সটপ সফট ওয়্যারটিতে আপনি যে যে সেটিংসগুলো পাবেন তার স্ক্রীনসট আপনি 3 D ইফেক্টও ব্যবহার করতে পারবেন। স্ক্রীনসট দেখুন।

দারুণ দেখতে লাগছে না। আপনার চেনা পিসিই অন্যরকম হয়ে যাবে। সফটোয়ারটার নাম - Dexpot গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনার এই লিঙ্ক থেকে বাংলাতে পুরো টিউটোরিয়ালটা সফটোয়্যার সহ ডাউনলোড পেয়ে যাবেন। ভালো থাকবেন।

যদি এইরকম অভিনব কিছু পাই ভবিষ্যতে আরো শেয়ার করব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।