আমাদের কথা খুঁজে নিন

   

আমার ফলাফল (এস এস সি প্লাস এইচ এস সি)

অবিনশ্বর প্রেমের জন্য প্রার্থনা ২০০৫ সালঃ স্কুলের( ব্রাম্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় ) প্রথম সারির (!!!!!!!!) একজন ছাত্র আমি । বাবা মা শিক্ষক সবার ধারণা আমি এ পেলাস পাব । আমার মনেও কিঞ্চিৎ আশা ! চ্রম খাটনি দিসিলাম। ফলাফল আসলো। ৪ দশমিক ৮৮ আমাদের ব্যাচের ফলাফল বিপর্যয় হয়েছিল।

রোল ১, ৩ , ৫ (আমি ৮) কেউই এ পেলাস পায়নি। আমার মন খারাপ। বাপের মন খারাপ। মায়ের মন খারাপ কিন্তু আমার মন আরও খারাপ হবে এজন্য হাসিখুশি থাকার চেষ্টা। স্যারের মন খারাপ, যিনি আমাকে বাসায় পড়াতেন।

খালা এসে ডায়লগ দিলেন "নিশ্চয়ই কোনও গাফিলতি ছিল। " শালার মন তো খারাপ ছিল মেজাজও খারাপ হয়ে গেলো। প্রতিজ্ঞা করলাম, আর কখনও ভালো করে পরিশ্রম করে পড়বো না। ২০০৭ সালঃ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শেষের সারির ছাত্র। কলেজ ফাকি (খুবই কঠিন কাজ ছিল) আর আড্ডাবাজি করেছিলাম পুরাটা সময়।

তার উপর মা অসুস্থ ছিলেন। একটু দৌড়াদৌড়ি করতে হয়েছিল পরীক্ষার আগে। আম্মু মনে করেছিলেন ফেইল করবো। সবাই হতাশ। ছেলের কি যে হল !!! ফলাফলের দিন সকালে আম্মু সান্ত্বনা দিচ্ছেন "বাবা, মন খারাপ করিস না।

আমি অসস্থ থাকায় তো তেমন পড়তেই পারলিনা। ফেইল করলে সমস্যা নেই। আগামী বছর আবার দিবি। " ফলাফল আসলো। ৪ দশমিক ৯০ আমার মন ভালো।

মা খুশিতে কেঁদে ফেললেন। ফেইলের বদলে একি !!! উপসংহারঃ ভালো পড়াশোনা করে অনেক ভালো ফল না করে শুধু ভালো করলে সেটা কারো চোখে পরেনা। পড়াশোনা না করে মোটামুটি চলনসই একটা ফল করলে সেটা দেখতে অনেক ভালো মনে হয় । তারপর থেকে এই লাইনেই আছি। দোয়া করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.