আমাদের কথা খুঁজে নিন

   

সুজুকি অলটো ৮০০ সিসি কি ভালো হবে ?

অবশেষে বাবা গাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন। গত কয়েক মাস ধরেই কিনব কিনব করতেছিলেন। সারাজীবন চাকরী করে শেষ বয়স এ গাড়ী চড়ার সাধ আরকি। কিন্তু গাড়ির যে দাম!৭-৮ লাখ টাকা খরচ করলে ১৫/২০ বছর পুরান গাড়ি পাওয়া যায়ে। এত পুরান গাড়ি কেনা আর হাতি পোষা একই কথা।

তেল খাবে বেশি,প্রতি মাস এ টুক টাক রিপেয়ার এর ঝামেলা তো আছেই। আর নতুন গাড়ি তো আনেক দিন আগেই মদ্ধ্যবিত্তের হাতের নাগালের বাইরে। রিকন্ডিশন গাড়িও এখন ১৮/২০ লাখ করে। তবে ৮ লাখ ৫০ হাজার এ সুজুকির ইন্ডিয়ান মেড অলটো ৮০০ সিসি পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান গাড়ি কিনতে ভয়ও লাগছে,কয়েক দিন পরেই না ঝুরঝুরে হয়ে যায়।

আবার ছোট গাড়ি দরকার কেননা আমাদের কুষ্টিয়ায় গ্যাস আসেনি,তেল এর হিসাব টা জরুরি। অল্টো নাকি ১৮ কিলো যাবে প্রতি লিটার এ। গাড়িয়াল ভাই দের হেল্প চাইছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।