আমাদের কথা খুঁজে নিন

   

আমলরে পর সাহায্য আসবে

খৎবায়ে মাসনূনা ( হাদিস) নেকী-বদীর প্রতিদান হাদীসটি হযরত আবু জর রা. থেকে বর্নীত, তিনি একজন দরবেশ চরিত্রের সাহাবী। তিনি বলেন নবী করীম সাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম বলেন-আল্লাহ তাআলার ইরশাদ করেন (এটি একটি হাদীসে কুদসী। হাদীসে কুদসী বলা হয় যে হাদীসের মধ্যে হুজুর সাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম আল্লাহ তাআলার কোন কথা এভাবে বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা বলেন) “যে ব্যাক্তি এ দুনিয়াতে কোন নেক আমল করে, আমি তাকে তার নেক আমলের দশগুন দিয়ে থাকি। আর যে ব্যক্তি কোন মন্দ কাজ করে তখন তাকে অতটুকু শাস্তি দিয়ে থাকি যতটুকু মন্দ কাজ সে করেছে। গুনাহের শাস্তি দ্বিগুনও করিনা, বরং গুনাহের সমান শাস্তি দেই বা মাফ করে দেই।

” প্রত্যেক নেক কাজের সওয়াব দশগুন আল্লাহ তাআলা বলেছেন যে, “তোমরা যে নেক আমলই করোনা কেন তার দশগুন সওয়াব আমার কাছে প্রস্তুত রয়েছে। ” নেককাজের এ সওয়াবের অঙ্গীকার কোন মানুষের জন্য করা হচ্ছে না। অঙ্গীকার করা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। বিশেষ কোন নেক আমলের জন্যও এ সওয়াব নির্ধারন করেন নি। বরং তিনি বলেছেন যে কোন নেক আমল হোক না কেন, সে ইবাদত ফরয হোক বা নফল।

একবার সুবহানাআল্লাহ বলা হোক বা আলহামদুলিল্লাহ বলা হোক । অবশ্যই প্রত্যেকটির সওয়াব দশগুন দেওয়া হবে। রমযান ও শওয়াল মাসের রোযার সওয়াব এটি শাওয়াল মাস । এমাসে শওয়ালের ছয় রোযা রাখা হয়। রাসুল সাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমযানের রোযা রাখার পর শাওয়াল মাসে ছয়টি রোযা রাখবে আল্লাহ তায়ালা তাকে সারা বছর রোযা রাখার সওয়াব দান করেন।

সারা বছর রোযা রাখার সওয়াব পাওয়ার বিষয়টির ভিত্তি এর উপর যে, প্রত্যেক নেক কাজের সওয়াব দশগুন দেওয়া হবে। পবিত্র রমযানের ত্রিশ রোযা উনত্রিশ দিনে হয় তবুও আল্লাহ তায়ালার নিকট ত্রিশ বলেই পরিগণীত হয়। কারণ নবী করিম সাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম ইরশাদ করেছেন (আরবী ) ঈদের দুই মাস কম হয় না। ঊনত্রিশা হলেও তা ত্রিশা বলে গন্য হয়। মোট কথা রমযানের ত্রিশ রোযা ও সওয়ালের ছয় রোযা, মোট ছত্রিশ রোযা ।

ছত্রিশকে দশ দ্বারা গুন করলে তিনশত ষাট হয়। বছরে দিনও হয় তিনশত ষাটটি। এভাবে আল্লাহ তায়ালা এই ছত্রিশ রোযার রাখার বিনিময়ে সারা বছর রোযা রাখার সওয়াব দান করে থাকেন। আল্লাহ তায়ালা এভাবে প্রত্যেক নেক কাজের এভাবেই দশ গুন সওয়াব দিয়ে থাকেন। (বিদ্রঃ হযরত মাওলনা জালালউদ্দীন সাহেবের বই "ইসলামী আকিদা-বিশ্বাস ২য় খন্ড http://www.maktabatulashraf.net" থেকে নেয়া।

Please visit = TheVoiceOfIslam. weebly . com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.