আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা প্রত্যেকে প্রধান মন্ত্রীকে প্রতি দিন গণ সম্বর্ধনা দেই

সব চুক্তি বাস্তবায়নের আশ্বাস প্রণবের ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব চুক্তি হয়েছিল, শিগগিরই সেসবের বাস্তবায়ন করা হবে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রণব মুখোপাধ্যায় এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন, কিছু চুক্তি বাস্তবায়নে দেরি হলেও এগুলোর বাস্তবায়ন করা হবে। বৈঠকে প্রণব মুখোপাধ্যায় আরও জানান, যৌথ নদী কমিশনের অধীনে একটি উপকমিটি গঠন করা হয়েছে। তারা প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নিয়ে কাজ করবে।

টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যে আশঙ্কা রয়েছে, এ কমিটি তা দূর করার চেষ্টা করবে। তিনি বলেন, টিপাইমুখ বাঁধ হলে হিমালয় থেকে আসা পানির সমান ভাগ পাবেন সবাই। দ্বিপক্ষীয় বাণিজ্যের ব্যাপারে ভারতের অর্থমন্ত্রী বলেন, নয়াদিল্লি ভারতের বাজারে ৪৬টি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করেছে। দুই দেশের মধ্যে বাণিজ্যঘাটতি কমাতেই এটা করা হয়েছে। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান।

ইউএনবি। আসুন আমরা প্রত্যেকে প্রধান মন্ত্রীকে প্রতি দিন গণ সম্বর্ধনা দেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।